Rakhi Gulzar

‘তারকা নয়, আমাকে সাধারণ মানুষ হিসাবে ভালবেসো’, সাদা পোশাকে গোয়ায় পৌঁছলেন রাখি

গোয়ায় রাখি গুলজ়ার। নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘আমার বস’ প্রথম দেখানো হচ্ছে সেখানে। ছবির কেন্দ্রে তিনিই।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৮:৫৬
গোয়ায় ‘আমার বস’ ছবির প্রদর্শনীতে রাখি গুলজ়ার।

গোয়ায় ‘আমার বস’ ছবির প্রদর্শনীতে রাখি গুলজ়ার। নিজস্ব ছবি।

গোয়ায় রাখি গুলজ়ার। ১৪ বছর পরে ফের বাংলা ছবিতে তাঁর দেখা মিলবে। সৌজন্যে নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়। পরিচালক জুটির পরিচালনায় সমুদ্রে ঘেরা রাজ্যে তাঁর ‘আমার বস’ ছবির প্রদর্শন। সেই উপলক্ষে সেখানে তিনি। আনন্দবাজার অনলাইনের প্রতিনিধি মুখোমুখি হতেই দরাজ হাসি। তার পর বললেন, “আমাকে তারকা ভেবো না। তা হলে দূরে সরে যাব। সাধারণ মানুষ হিসাবে মনে রেখো, ভালবেসো, আমি তাতেই তৃপ্ত।”

Advertisement

গোয়া বিমানবন্দরে পা রাখতেই বর্ষীয়ান অভিনেত্রীকে উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নিলেন উপস্থিত কর্মকর্তারা। প্রিয় অভিনেত্রীকে সামনে পেয়ে ঘিরে ধরেন অনুরাগীরা। সাদা মসলিন কাপড়ে সূক্ষ্ম চিকনকারির কাজ। সঙ্গে মানানসই সাদা জামেবার শাল। আভিজাত্যের পাশাপাশি স্নিগ্ধতার বলয় ঘিরে রাখিকে। উপস্থিত প্রত্যেকের সঙ্গে হাসিমুখে নিজস্বী তোলেন তিনি। শান্ত কণ্ঠে হাসিমুখে সকলের সঙ্গে সৌজন্যবার্তা বিনিময় করলেন।

‘আমার বস’ ছাড়াও মঙ্গলবার দেখানো হবে তাঁর আরও একটি ছবি, ‘২৭ ডাউন’। স্বাভাবিক ভাবেই খুশি বড় পর্দার ‘পরমা’। দীর্ঘ দিন পরে বাংলা ছবিতে ফিরেই কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাঁকে। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শ্রুতি দাস, সৌরসেনী মৈত্র, গৌরব চট্টোপাধ্যায়। চলতি বছরের গোড়ায় শুটিং শুরু হয়েছিল বিধাননগরের সেক্টর ফাইভে। সেখান থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল হয়ে দক্ষিণ কলকাতার নানা জায়গায় শুটিং করেছে উইন্ডোজ় প্রযোজনা সংস্থা। শুটিংয়ের ফাঁকে দলের সবাইকে নিয়ে ফুচকা খেতে দেখা গিয়েছে রাখিকে। সব ঠিক থাকলে বড়দিনের আগে বা পরে কলকাতায় মুক্তি পাবে ছবিটি।

Advertisement
আরও পড়ুন