Akaay Kohli Viral Photo

পার্‌থের গ্যালারি থেকে বিরাটের খেলা দেখছে ছোট্ট অকায়! সত্যিটা জানালেন অনুষ্কার ননদ

পার্থের ভিআইপি বক্স ভারতের জার্সি পরা এক খুদের ছবি ভাইরাল হয় সমাজমাধ্যমে। নিমেষে ছড়িয়ে পড়ে ওই খুদে বিরাট-অনুষ্কার ছেলে অকায়। অবশেষে ভাইরাল ছবির সত্যটা প্রকাশ্যে আনলেন বিরাটের দিদি ভাবনা কোহলি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৯:০৯
(বাঁ দিকে) বিরাট কোহলি (ডান দিকে) অনুষ্কা শর্মা।

(বাঁ দিকে) বিরাট কোহলি (ডান দিকে) অনুষ্কা শর্মা। ছবি: সংগৃহীত।

প্রথম সন্তান ভামিকাকে বহু দিন সাধারণের চোখের আড়ালে রেখেছিলেন বিরাট কোহলি-অনুষ্কা শর্মা। দ্বিতীয় সন্তান অকায়ের জন্মের সময়ও জল্পনা তৈরি হয়েছিল বিস্তর। কিন্তু ছেলের জন্মের খবর শেষ পর্যন্ত কাউকে জানতে দেননি দম্পতি। যদিও লন্ডনের রাস্তায় বেশ কয়েকবার বাবা-মায়ের সঙ্গে দেখা গিয়েছে অকায়কে। কিন্তু এ বার পার্থের ভিআইপি বক্সে ভারতের জার্সি পরা এক খুদের ছবি ভাইরাল হয় সমাজমাধ্যমে। নিমেষের মধ্যে ছড়িয়ে যায় সেই ভিডিয়ো। বলা হয়, ওই শিশু অকায়। অবশেষে ভাইরাল ছবির সত্যটা প্রকাশ্যে আনলেন বিরাটের দিদি ভাবনা কোহলি।

Advertisement

আসলে দুই ছেলে মেয়ে নিয়ে ভীষণ রকম সাবধানী বিরাট-অনুষ্কা। সোমবার গোটা ঘটনা নিয়ে বিরাটের দিদি অকায়ের পিসি স্পষ্ট জানান, ওই খুদে মোটেও বিরুষ্কার পুত্র নন। বরং ওই একরত্তি ছেলেই নয়, একটি মেয়ে। তার আসল পরিচয় কী? ওই খুদে আসলে বিরাট-অনুষ্কাদের এক বন্ধুর মেয়ে। ভাবনা লেখেন, ‘‘আমি সমাজমাধ্যমে দেখছি বিরাট-অনুষ্কার বন্ধুর মেয়েকে সকলে অকায় বলে ভুল করছেন। ছবির ওই বাচ্চাটি আমাদের অকায় নয়, ধন্যবাদ।’’

Advertisement
আরও পড়ুন