Children's Day

ছোট হয়েই থাকতে চান কাজল আর স্বস্তিকা! শিশু দিবসে কোন বিশেষ বার্তা দিলেন দুই অভিনেত্রী?

বলিউডে কাজলের আচারব্যবহার নিয়ে অনেকেই কথা বলেন। কিন্তু তাঁর মধ্যে একটা শিশুসুলভ আচরণ রয়ে গিয়েছে এই বয়সেও।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ১৪:২১
Image of Kajol and Swastika Mukherjee

অভিনেত্রী কাজল ভাগ করে নিয়েছেন ছেলে যুগের সঙ্গে নিজের ছবি (উপরে ডান দিকে)। মেয়ে অন্বেষার সঙ্গে তোলা পুরনো ছবি ভাগ করেছেন স্বস্তিকা (নীচে)। ছবি: সংগৃহীত।

ছোটদের নিজেদের একটা সততা রয়েছে, জীবনের জন্য জীবনকে ভালবাসতে ভুলে যায় না তারা। তাই ছোটদের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন কাজল। ভালবাসেন নিজের মধ্যে শিশুর মতো একটা মন ধরে রাখতে। একই ভাবে শিশুসুলভ একটা মন ধরে রাখতে চান আর এক বাঙালিনী স্বস্তিকা মুখোপাধ্যায়ও। বৃহস্পতিবার শিশু দিবসে ছোটদের নিয়ে নিজেদের মনের কথা ভাগ করে নিলেন সমাজমাধ্যমে।

Advertisement

ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু শিশুদের সঙ্গে সময় কাটাতে ভালবাসতেন। শিশুরাও তাঁকে ‘চাচা’ সম্বোধনে আপন করে নিত। তাই তাঁর জন্মদিনটিকেই ভারতে পালন করা হয় শিশু দিবস হিসাবে।

বৃহস্পতিবার দুপুরে নিজের মেয়ে অন্বেষার সঙ্গে একটি ছবি ভাগ করে নেন স্বস্তিকা। সে ছবিতে অন্বেষা যেমন ছোট্টটি, স্বস্তিকার বয়সও স্বাভাবিক ভাবেই অনেকটা কম। সঙ্গে অভিনেত্রী লিখেছেন, “পদক্ষেপ, ছোট রহিবার”। অন্বেষা এখন বিদেশে পড়াশোনা করেন। সাবালক হয়ে গিয়েছেন। মায়ের কাছে অবশ্য সেই ছোট্টটিই রয়েছেন। সে সব কথা প্রায়ই স্বস্তিকা ভাগ করে নেন সমাজমাধ্যমে। শিশু দিবসে মেয়ের ছোটবেলার ছবিতে যেমন স্মৃতিমেদুর অভিনেত্রী, তেমনই তাঁর ছোটবেলার স্মৃতিও কি উঁকি দিয়ে গিয়েছে? সে কথা অবশ্য স্পষ্ট করেননি।

একই ভাবে ছোটদের সঙ্গে কাটানো কিছু মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছেন কাজল। প্রথম ছবিটি দিয়েছেন ছেলে যুগের সঙ্গে। তার পর মেয়ে নিসা। নিসাও এখন আর ছোট নন, প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছেন অজয়-কাজলের প্রথম সন্তান। তবু মায়ের কাছে ছোটই রয়ে গিয়েছেন। এর পর কাজল ভাগ করেছেন একটি ছোট ভিডিয়ো, ক্ষুদে ভক্তদের সঙ্গে। ছোট ছোট কিছু ছেলেমেয়েকে সই বিলোচ্ছেন তিনি, কথা বলছেন অনর্গল। এমনিতেই বলিউডে কাজলের আচারব্যবহার নিয়ে অনেকেই কথা বলেন। তাঁর মধ্যে একটা শিশুসুলভ আচরণ রয়ে গিয়েছে এই বয়সেও। সেটা হয়তো বাস্তবে নিজেও উপভোগ করেন ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর অঞ্জলি। কাজল লিখেছেন, “আমি শিশুদের ভালবাসি, কারণ ওরা ওদের সততাটা হারিয়ে ফেলেনি এখনও, হারিয়ে ফেলেনি জীবনের প্রতি ভালবাসা। একটা বয়সের পর আমাদের সকলের একটাই লক্ষ্য হয়ে যায়... ওদের মতো স্বাধীন হতে চাই... তাই না! যারা আমার শিশু, যারা আমার নয়, সকলকে শিশু দিবসের শুভেচ্ছা।

কিছু দিন আগেই কাজল তার ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছিলেন একটি ছবি। সেখানে দেখা গিয়েছে, মাটিতে বসে পড়েছেন অভিনেত্রী। সামনে দাঁড়িয়ে বছর দেড়েকের একটি শিশু, সে হাসতে হাসতে আঙুল ঢুকিয়ে দিয়েছে কাজলের মুখে। চোখ বড় বড় করে কী যেন বলতে চাইছেন অভিনেত্রী। এমন ছবির ক্যাপশনে কাজল লিখেছিলেন, “উচ্চতায় তো সমান সমান, কিন্তু বড়টা কে”। হ্যাশট্যাগে লিখেছিলেন ‘#স্টিলআচাইল্ড’ (এখনও শিশু)। অর্থাৎ, কাজল নিজেও নিজেকে শিশু মনে করেন এখনও।

Advertisement
আরও পড়ুন