Nargis Fakhri

জোড়া খুনের অভিযোগ বোনের বিরুদ্ধে! বিতর্কের মাঝেই কোন বিষয়ে মুখ খুললেন নার্গিস?

অভিনয় জগতের চেনা মুখ নার্গিস। তাই তাঁর নাম অনায়াসেই জড়িয়ে গিয়েছে এই খুনের ঘটনায়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ ১২:৪২
Nargis Fakhri talks about her upcoming film amid her sister’s controversy

নার্গিসের বোন আলিয়ার বিরুদ্ধে জোড়া খুনের অভিযোগ। ছবি: সংগৃহীত।

আচমকাই চর্চায় উঠে এসেছেন নার্গিস ফকরি। অভিনেত্রীর বোন আলিয়া ফকরির বিরুদ্ধে উঠেছে খুনের অভিযোগ। জোড়া খুনের অভিযোগ তাঁর বিরুদ্ধে। নার্গিসের বোন নাকি তাঁর প্রাক্তন প্রেমিক ও সেই প্রেমিকের বর্তমান প্রেমিকাকে পুড়িয়ে হত্যা করেছেন। অভিনয় জগতের চেনা মুখ নার্গিস। তাই তাঁর নাম অনায়াসেই জড়িয়ে গিয়েছে এই খুনের ঘটনায়। তবে এই ঘটনা নিয়ে তিনি কোনও প্রতিক্রিয়া দেননি। গত কয়েক দিন ধরে নার্গিস ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘হাউসফুল ৫’-এর প্রচার নিয়ে।

Advertisement

নার্গিস তাঁর বোনের দিকে ওঠা অভিযোগ সংক্রান্ত কোনও মন্তব্য করেননি ঠিকই, তবে এই বিতর্কের মধ্যেই অভিনেত্রীর সমাজমাধ্যমে ভেসে উঠেছে তাঁর আসন্ন ছবিরই এক ঝলক। ইনস্টাগ্রাম স্টোরিতে ছবির সেই ঝলক পোস্ট করে নার্গিস লিখেছেন, “আমরা আসছি।” ছবিতে নার্গিসের সঙ্গে আরও দুই অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ় ও সোনম বাজওয়াকে দেখা যাচ্ছে।

প্রশ্ন উঠছে, কেন বোনের ঘটনায় কোনও রকমের প্রতিক্রিয়া নেই নার্গিসের? অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, একমাত্র বোন আলিয়ার সঙ্গে নাকি ২০ বছর আগেই সমস্ত যোগাযোগ বন্ধ করেছেন ‘রকস্টার’ খ্যাত অভিনেত্রী। তবে কী কারণে বোনের সঙ্গে নার্গিসের কোনও সম্পর্ক নেই, তা এখনও স্পষ্ট নয়। নার্গিসও নাকি বোনের এই ঘটনা সংবাদমাধ্যম সূত্রেই জানতে পেরেছেন।

নার্গিসের বোন আলিয়া আমেরিকার বাসিন্দা। নিউ ইয়র্কের কুইনস এলাকাতেই তাঁর জন্ম। সেখানেই থাকতেন তিনি। বছর আটেকের ছোট এডওয়ার্ড জ্যাকব্স‌ নামে এক তরুণের সঙ্গে দীর্ঘ দিন সম্পর্কে ছিলেন আলিয়া। কিন্তু সেই সম্পর্ক ভেঙে যায়। তবে মেনে নিতে পারেননি আলিয়া। প্রাক্তন প্রেমিক নতুন করে সম্পর্কে জড়িয়েছেন জানতে পেরেই প্রতিশোধের জেদ মাথায় চাপে তাঁর। গত ২ নভেম্বর জ্যাকব্সের বাড়িতে আগুন লেগে যায়। সে সময় ওই বাড়িতে ছিলেন তাঁর বর্তমান প্রেমিকা অ্যানাস্টাশিয়া স্টার ইটেইনও। নিছক দুর্ঘটনা নয়। তদন্ত শুরু করে জানতে পারে পুলিশ। এই অভিযোগেই গ্রেফতার করা হয় আলিয়াকে।

Advertisement
আরও পড়ুন