Rubel-Sweta Engagement

যাবতীয় জল্পনা সরিয়ে বাগদান সারলেন শ্বেতা-রুবেল, দুই পরিবারের উপস্থিতিতে হল আশীর্বাদ

আগামী বছর সাতপাক ঘুরবেন, এমনই জানিয়েছিলেন তাঁরা। আশীর্বাদের অনুষ্ঠান তাতেই সিলমোহর দিল।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ ২২:৪৯
ডিসেম্বরে আশীর্বাদ, জানুয়ারিতে বিয়ে রুবেল দাস, শ্বেতা ভট্টাচাৰ্যের।

ডিসেম্বরে আশীর্বাদ, জানুয়ারিতে বিয়ে রুবেল দাস, শ্বেতা ভট্টাচাৰ্যের। নিজস্ব চিত্র।

আগামী বছর জানুয়ারিতে সাত পাকে বাঁধা পড়বেন শ্বেতা ভট্টাচাৰ্য-রুবেল দাস। আনন্দবাজার অনলাইনকে এমনই জানিয়েছিলেন তাঁরা। যুগলে সেই কথায় মান্যতা দিলেন রবিবার। দুই পরিবারের উপস্থিতিতে এ দিন তাঁদের আশীর্বাদ হল রীতি মেনে। সেই ছবি প্রথম পেয়েছে আনন্দবাজার অনলাইন।

Advertisement
আশীর্বাদ শেষে দুই পরিবারের সঙ্গে রুবেল-শ্বেতা।

আশীর্বাদ শেষে দুই পরিবারের সঙ্গে রুবেল-শ্বেতা। —নিজস্ব চিত্র।

শ্বেতা-রুবেল এ দিন একই রঙের পোশাকে নিজেদের সাজিয়েছিলেন। ধারাবাহিক 'কোন গোপনে মন ভেসেছে'র নায়িকা বেছে নিয়েছিলেন নীল সিল্ক। তাতে সোনালি বুটি। সঙ্গে সোনার গয়না। একই রঙের পাঞ্জাবি আর সাদা চোস্ত পাজামা পরেছিলেন রুবেল। দুই বাড়ির সমস্ত আত্মীয় এ দিন উপস্থিত। ফুল দিয়ে সাজানো হয়েছিল আশীর্বাদের জায়গা।

রুবেল-শ্বেতার আশীর্বাদের অনুষ্ঠান।

রুবেল-শ্বেতার আশীর্বাদের অনুষ্ঠান। ছবি: সংগৃহীত।

কিছু দিন আগেই খবর ছড়িয়েছিল, নিকট আত্মীয়ের মৃত্যুতে বিয়ে ভাঙছে অভিনেতা যুগলের। সেই সময় আনন্দবাজার অনলাইনকে শ্বেতা জানিয়েছিলেন, তাঁর অবিবাহিত পিসি মারা গিয়েছেন। তার জন্য বিয়ে আটকাবে না। মিথ্যা খবর ছড়িয়েছে। শ্বেতার কথাই যে সত্যি, তার প্রমাণ আশীর্বাদের ছবি।

Advertisement
আরও পড়ুন