ডিসেম্বরে আশীর্বাদ, জানুয়ারিতে বিয়ে রুবেল দাস, শ্বেতা ভট্টাচাৰ্যের। নিজস্ব চিত্র।
আগামী বছর জানুয়ারিতে সাত পাকে বাঁধা পড়বেন শ্বেতা ভট্টাচাৰ্য-রুবেল দাস। আনন্দবাজার অনলাইনকে এমনই জানিয়েছিলেন তাঁরা। যুগলে সেই কথায় মান্যতা দিলেন রবিবার। দুই পরিবারের উপস্থিতিতে এ দিন তাঁদের আশীর্বাদ হল রীতি মেনে। সেই ছবি প্রথম পেয়েছে আনন্দবাজার অনলাইন।
শ্বেতা-রুবেল এ দিন একই রঙের পোশাকে নিজেদের সাজিয়েছিলেন। ধারাবাহিক 'কোন গোপনে মন ভেসেছে'র নায়িকা বেছে নিয়েছিলেন নীল সিল্ক। তাতে সোনালি বুটি। সঙ্গে সোনার গয়না। একই রঙের পাঞ্জাবি আর সাদা চোস্ত পাজামা পরেছিলেন রুবেল। দুই বাড়ির সমস্ত আত্মীয় এ দিন উপস্থিত। ফুল দিয়ে সাজানো হয়েছিল আশীর্বাদের জায়গা।
কিছু দিন আগেই খবর ছড়িয়েছিল, নিকট আত্মীয়ের মৃত্যুতে বিয়ে ভাঙছে অভিনেতা যুগলের। সেই সময় আনন্দবাজার অনলাইনকে শ্বেতা জানিয়েছিলেন, তাঁর অবিবাহিত পিসি মারা গিয়েছেন। তার জন্য বিয়ে আটকাবে না। মিথ্যা খবর ছড়িয়েছে। শ্বেতার কথাই যে সত্যি, তার প্রমাণ আশীর্বাদের ছবি।