ঋতাভরী চক্রবর্তী।
প্রেম দিবসে ফেসবুক পেজে লাইভ হয়েছিলেন তিনি। কিন্তু কেউ তাঁকে দেখে কিচ্ছু বুঝতে পারেননি। এ দিকে, ৭ মাস ধরে ভুগেছেন অভিনেত্রী। অস্ত্রোপচারও হয়েছে তাঁর। ব্যথায় সামান্য কাহিল। কিন্তু নিজের কষ্টের কথা কাউকে বুঝতে দিতে রাজি নন। তাই ক্যামেরা তাক করতেই নিজস্ব ভঙ্গিতে ছটফটিয়ে উঠলেন ঋতাভরী চক্রবর্তী।
কিন্তু কী হয়েছে তাঁর?
অভিনেত্রীর মা শতরূপা সান্যাল আনন্দবাজার ডিজিটালকে জানিয়েছেন, গত ৭ মাস ধরে ফিসচুলায় কষ্ট পাচ্ছিলেন ঋতাভরী। চিকিৎসকেরা জানিয়েছিলেন, সময়মতো অস্ত্রোপচার না করালে ফের বাড়বে সমস্যা। তাই কলকাতার এক বেসরকারি হাসপাতালে মঙ্গলবার সকালে ভর্তি হন সকলের পছন্দের ‘শবরী’। অস্ত্রোপচারের পরে নিজের বেডে এসেই নাকি মায়ের কাছে মজা করে জানতে চান তিনি, ‘আমাকে দেখে খুব অসুস্থ মনে হচ্ছে?’ সঙ্গে সঙ্গে মা মুঠোফোনে বন্দি করেন মেয়ের ছবি। বলেন, ‘নিজেই দেখে নাও কেমন লাগছে তোমাকে।’
মজার ভঙ্গিতে তোলা সেই ছবি নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে গেল। ক্যাপশনে ঋতাভরীর স্বীকারোক্তি, ‘গত ৭ মাসের যন্ত্রণার ইতি। খুব কষ্টের মধ্যে দিয়ে গিয়েছি কয়েকটা মাস। অপারেশনের পরে সব মায়ের মতো আমার মাও উদ্বিগ্ন। তাই তাঁকে ভরসা দিতেই আমার এই ছবি।’