রচনা বন্দ্যোপাধ্যায়
কলকাতার এক বেসরকারি হাসপাতাল থেকে করোনার টিকা নিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি শেয়ার করলেন তাঁর সামাজিক পাতায়। ছবি পোস্ট করতেই অনুরাগীদের প্রশ্ন, রচনা কি কো-মর্বিডিটির তালিকাভুক্ত? কারণ, দ্বিতীয় দফা টিকাকরণে ৪৫ থেকে ৫৯ বছর বয়সি নাগরিকদের মধ্যে যাঁরা কো-মর্বিডিটিতে আক্রান্ত তাঁদেরও টিকাকরণ হচ্ছে। এ ছাড়াও, টিকা দেওয়া হচ্ছে ষাটোর্ধ্ব নাগরিকদের।
ফোনে অভিনেত্রীকে না পাওয়ায় প্রকৃত ঘটনা জানতে পারেনি আনন্দবাজার ডিজিটাল। তবে টিকা নেওয়ার পর কেমন আছেন তিনি, সে কথা সামাজিক মাধ্যমেই জানিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ভ্যাক্সিন নেওয়ার পর হাল্কা জ্বর জ্বর ভাব তাঁর। অল্প মাথা ঘুরছে। আপাতত টানা ২ দিন সম্পূর্ণ বিশ্রামে থাকবেন। অনেকেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন।
দেশের অন্যান্য রাজ্যের মতোই পশ্চিমবঙ্গেও চলছে করোনা টিকাকরণের কাজ। কমল হাসান, শিল্পা শিরোদকর সহ একাধিক বলিউড তারকা টিকা নিয়েছেন ইতিমধ্যেই। একমাত্র রচনা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলার তারকাদের মধ্যে এখনও কাউকে টিকা নিতে দেখা যায়নি। তবে ফাল্গুনী চট্টোপাধ্যায়, সুমন্ত মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়ের মতো প্রবীণ অভিনেতারা ইতিমধ্যেই ভ্যাক্সিন নিতে আগ্রহী বলে জানিয়েছেন আনন্দবাজার ডিজিটালকে।