সেদিন দু’জনে.... রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার। ছবি: ফেসবুক।
৪১টা বছর কেটে গেল আমার বৌ প্রিয়াঙ্কাকে চিনতে চিনতে। প্রিয়াঙ্কা আরও কম বয়স থেকে চেনার চেষ্টা করছে আমাকে। ওর তখন বয়স কত? ধরুন ১৩ কি ১৪। তখন থেকে ও আমার। ২০২৪-এর ৩১ ডিসেম্বর সেই দিনগুলো ফিরে দেখতে গিয়ে উপলব্ধি হল, ৪১ বছর ধরে প্রিয়াঙ্কাকে যত না চিনেছি তার থেকেও বেশি সময় কেটেছে ওকে চিনতে। দেখতে দেখতে সেই মেয়ে বড় হয়ে গেল। আমার সন্তানের মা!
নিজেকেই এক এক সময় নিজে শুধোই, ওকে কি ঠিক মতো চিনতে পারলাম? সঙ্গে সঙ্গে পাল্টা প্রশ্ন তৈরি হয় মনে। আমি কি নিজেকেই আদৌ চিনি? কেউ কি কাউকে সঠিক চিনতে পারে! চিনে চলেছি। প্রতি মুহূর্তে আবিষ্কারের চেষ্টা করে চলেছি। যে দিন চেনার পালা সাঙ্গ হবে সে দিন জীবনের সব মজা ফুরিয়ে যাবে। আমি জানি, আগামী কাল প্রিয়াঙ্কা আবারও অবাক করবে। ওর থেকে এই অবাক হওয়ার জন্যই তো বেঁচে থাকা।
ভাবছেন তো, কী এমন অবাক হওয়ার মতো ঘটনা বা কাজ প্রিয়াঙ্কা প্রতি মুহূর্তে করে?
প্রিয়াঙ্কার সঙ্গে সব সময় একটা ব্যাগ থাকে। সেখানে সেফটিপিন থেকে শহিদ মিনার— সব মিলবে! মানে, ‘বিপদে পড়িলে প্রিয়াঙ্কার ব্যাগকে স্মরণ করিলেই হইবে!’ ‘বিপত্তারিণী’ হয়ে যে কোনও সমস্যার সমাধান করে দেবে। দ্বিতীয় চমক, ওর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আমি আজীবন শুধু ভুল করে গিয়েছি। আমার থেকে এত ছোট। কিন্তু ওর বেশির ভাগ সিদ্ধান্ত ঠিক। কিংবা ভুল নিলেও দ্বিতীয় বার পিছন ফিরে দেখে না! উল্টে ভুল সিদ্ধান্ত ওর পাল্লা পড়ে ঠিক হয়ে যায়।
আর একটা জিনিসের জন্যও ওকে কুর্নিশ, প্রিয়াঙ্কার মাতৃসত্তা। ওর মতো ভাল মা হাতেগোনা দেখেছি। এ বার প্রশ্ন উঠবে, ভাল বৌ না ভাল মা? রসিকতার লোভ সামলাতে পারছি না। আমার তো একটাই বিয়ে, একটাই বৌ। আর বৌ নেই যে তুল্যমূল্য বিচার করে ভাল না খারাপ তকমা দেব! কিন্তু ভাল মা সব সময়েই। আর হ্যাঁ, বৌ হিসেবেও দারুণ। আবার প্রশ্ন, দারুণ বৌ কি সময়ের সঙ্গে বরকে বদলে দেয়? আদতে, আমরা দু’জনেই বদলেছি। সময়ের দাবি মেনে।
প্রিয়াঙ্কার এ বারের জন্মদিনে নিজের কাছে নিজেই কৌতূহল, ছোট্ট প্রিয়াঙ্কা বেশি ভাল না এখনকার?
আমার কাছে এখনকার প্রিয়াঙ্কা বেশি ভাল। ওর পরিণতমনস্কতা নিয়ে কোনও কথা হবে না। আমি মুগ্ধ ওতেই। ওর ছোটবেলায় আমিও ছোট ছিলাম। উভয়েই অনেক ভুল করেছি। তার থেকে আমরা দু’জনেই শিখেছি। তখনকার সময়টাও বেশ। প্রিয়াঙ্কাকে নিয়ে আমার একটাই আফসোস, ও যত ভাল মা ততটাই ভাল অভিনেত্রী। কিন্তু কেউ ওকে ঠিকমতো ব্যবহার করতে পারল না। ঈশ্বরের কাছে আমার বৌয়ের জন্য একটাই চাওয়া, নতুন বছর যেন প্রতিভাময়ী প্রিয়াঙ্কা সরকারকে আবিষ্কার করে।