‘চালচিত্র: দ্য ফ্রেম ফেটাল’ ছবিতে টোটা রায়চৌধুরী, রাইমা সেন। নিজস্ব ছবি।
এক সপ্তাহ পরেই সই, বড়দিন কিন্তু বড় হয়ে ধরা দিল প্রতিম ডি গুপ্ত, ফিরদৌসল হাসানের জীবনে। মুক্তির ১০ দিন পরে ‘চালচিত্র: দ্য ফ্রেম ফেটাল’-এর শো এবং প্রেক্ষাগৃহের সংখ্যা বাড়ছে। প্রযোজনা সংস্থার তরফে এমনই জানানো হয়েছে।
ছবিতে তারকার সংখ্যা কম, অভিনেতার সংখ্যা বেশি। টানটান উত্তেজনায় মোড়া ‘পুলিশ ব্রহ্মাণ্ড’-এর গল্প। পাঁচ বছর পরে ‘চালচিত্র: দ্য ফ্রেম ফেটাল’ উপহার পরিচালকের। তার পরেও তাঁর আফসোস, “ছবি সফল হওয়ার উপাদান থাকা সত্ত্বেও বেশি প্রেক্ষাগৃহ বা শো পেল না ছবিটি।” তাই নিয়ে প্রযোজক বা পরিচালক যদিও বেশি শোরগোল করেননি। ছবিমুক্তির আগে ধুমধাম করে প্রচারও করেননি। কোথাও কি নিজের ছবির প্রতি আস্থা ছিল তাঁর? শো এবং প্রেক্ষাগৃহের সংখ্যা বৃদ্ধি পাওয়ার খবর পেয়ে পরিচালকের সঙ্গে যোগাযোগ করেছিল আনন্দবাজার অনলাইন।
প্রতিম অস্বীকার করেননি। বলেছেন, “হ্যাঁ, আস্থা ছিল। বলতে পারেন, সরাসরি যুদ্ধে জিতলাম।” তাঁর দাবি, অন্যকে বা পরিস্থিতিকে দোষারোপ করা তাঁর কাছে মূর্খামির নামান্তর। তাঁর ছবি ভাল লাগার অনেক উপকরণ রয়েছে। দর্শককে সেই সমস্ত উপাদান ছুঁয়ে গিয়েছে। নিজের অস্ত্রে যুদ্ধ জেতার মজাই আলাদা।
প্রতিমের সেই বিশ্বাস বাস্তবে প্রতিফলিত হওয়ায় স্বাভাবিক ভাবেই খুশি তিনি। টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী, ইন্দ্রজিৎ বসু, জিয়াউল ফারুক, তানিকা বসু, রাইমা সেন অভিনীত ছবিটি দর্শক একাধিক বার দেখছেন, জানিয়েছেন তিনি।
কমসংখ্যক প্রেক্ষাগৃহের দুঃখ কি এ বার মিটেছে? উচ্ছ্বাসের সঙ্গে প্রযোজক ফিরদৌসল হাসানের জবাব, “প্রথম সপ্তাহে যত সংখ্যক প্রেক্ষাগৃহ পেয়েছিলাম তার থেকে পাঁচটি প্রেক্ষাগৃহ বেড়ে গিয়েছে। বড়দিনে ছবি মুক্তি পেয়েছে। সেই সপ্তাহের রবিবারেই প্রেক্ষাগৃহের সংখ্যা বাড়তে আরম্ভ করেছে।” দ্বিতীয় সপ্তাহে সেই সংখ্যা আরও বাড়বে, এ কথাও জানাতে ভোলেননি। সঙ্গে সঙ্গে প্রযোজক অবশ্য বিনীত ভঙ্গিতে বলেছেন, “আমি সংখ্যায় বিশ্বাসী নই। তাই কখন কতটা শো বা প্রেক্ষাগৃহের সংখ্যা বাড়ল বা কমল তা প্রচার করতে চাই না। এবং এও প্রমাণিত, জনতাই জনার্দন।”
তিনি আরও যোগ করলেন, “বাংলার অন্যান্য জায়গা যেমন, বোলপুর, বীরভূম, জলপাইগুড়ি থেকে দর্শকের ফোন পাচ্ছি। ওই সমস্ত জায়গায় ছবি মুক্তি না পাওয়ায় যাঁরা পারছেন তাঁরা কলকাতায় আসছেন। ছবি দেখে যাচ্ছেন। যাঁরা পারছেন না, তাঁদের অনুরোধ রাখতে ওই সমস্ত অঞ্চলেও ছবিমুক্তির ব্যবস্থা করব।” যে ছবি এত প্রশংসিত সেই ছবি জাতীয় স্তরে মুক্তি পাবে না? উত্তর এড়াননি প্রযোজক। জানিয়েছেন, নতুন বছরের প্রথম সপ্তাহে সারা দেশে মুক্তি পাবে ‘চালচিত্র’।