Akshay Kumar

‘মাত্র ১৫ বছর বয়সে ঘর ছাড়ে ও! আমার ইচ্ছে ছিল না’, ছেলেকে নিয়ে মুখ খুললেন অক্ষয় কুমার

ছেলে আরভ ও মেয়ে নিতারাকে প্রচার দুনিয়া থেকে দূরেই সরিয়ে রাখেন তিনি। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে সন্তানদের নিয়ে কথা বললেন অক্ষয়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ মে ২০২৪ ১৭:৫৮
Actor Akshay Kumar revels that his son Arav is a very simple boy

ছেলে আরভের সঙ্গে অক্ষয় কুমার। ছবি-সংগৃহীত।

সন্তানদের ব্যাপারে সেই ভাবে জনসমক্ষে কথা বলতে দেখা যায় না অভিনেতা অক্ষয় কুমারকে। ছেলে আরভ ও মেয়ে নিতারাকে প্রচার দুনিয়া থেকে দূরেই সরিয়ে রাখেন তিনি। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে সন্তানদের নিয়ে কথা বললেন অক্ষয়। জানালেন, ছেলে আরভের নাকি অভিনয় জগতে আসার কোনও পরিকল্পনা নেই। বরং ফ্যাশন দুনিয়ায় নিজের জায়গা তৈরি করতে চান তিনি।

Advertisement

১৫ বছর বয়সে বিদেশে পড়াশোনা করতে যান আরভ। কিন্তু অক্ষয়ের ইচ্ছে ছিল না, ছেলে এত কম বয়সে ঘর ছাড়ুক। তিনি বলছেন, ‘‘আমার ছেলে আরভ লন্ডনের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। মাত্র ১৫ বছর বয়সে ও বাড়ি ছাড়ে। ও পড়াশোনা করতে খুব ভালবাসে। একা থাকতেও পছন্দ করে। ও নিজেই চেয়েছিল বিদেশে গিয়ে পড়তে। যদিও আমার ইচ্ছে ছিল না। আমি ওকে আটকাতে পারিনি, কারণ, আমি নিজেও ১৪ বছর বয়সে ঘর ছেড়েছিলাম।’’

অক্ষয় জানিয়েছেন, তাঁর ছেলে খুবই স্বাবলম্বী। বাড়ির সমস্ত কাজ নিজে করতে পছন্দ করেন। অভিনেতার কথায়, ‘‘ও নিজের পোশাক নিজে ধোয়। খুব ভাল রান্না করে। নিজেই বাসন ধোয়। খুব দামি পোশাক পরতে পছন্দ করে না। সেকেন্ড হ্যান্ড পোশাকের দোকান থেকে কেনাকাটা করে। ও জিনিসপত্র নষ্ট করতে পছন্দ করে না।’’

চলচ্চিত্র জগতে আরভের আসার কোনও পরিকল্পনা নেই। এই বিষয়ে অভিনেতা বলছেন, ‘‘আমরা কোনও কিছু ওর উপর চাপিয়ে দিইনি। ওর ফ্যাশনে আগ্রহ আছে। ওর অভিনয়ে আসার ইচ্ছে নেই। ও নিজেই আমায় বলেছে, অভিনয় করতে চায় না। আমি বলেছি, জীবনটা তোমার। যেটা ভাল লাগে, সেটাই করো।’’

অক্ষয় এ প্রসঙ্গে স্ত্রী টুইঙ্কল খন্নারও প্রশংসা করেছেন। অভিনেতা বলছেন, ‘‘যে ভাবে টুইঙ্কল ও আমি আরভকে বড় করছি, তাতে আমি খুশি। ও খুব সাধারণ ছেলে। উল্টো দিকে, আমার মেয়ে আবার সুন্দর পোশাক পরতে ভালবাসে।’’

Advertisement
আরও পড়ুন