প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। —ফাইল চিত্র।
শুক্রবারই প্রথমবার ডলারের দর পেরিয়েছে ৮৬ টাকার গণ্ডি। প্রতি ডলারের দাম দাঁড়িয়েছে ৮৬.০৪ টাকায়। যা নিয়ে উদ্বেগ ছড়াচ্ছে বিভিন্ন মহলে। দেশের মুদ্রার এ ভাবে অবাধ পতন নিয়েই এ বার মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন বিরোধীরা। শনিবার কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বঢরা এক্স-এ বলেন, ‘‘টাকার দাম ঐতিহাসিক নিচুতে। ...মনমোহন সিংহের জমানায় যখন ডলার ৫৮-৫৯ হয়েছিল, তখন গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী টাকার দরের সঙ্গে কেন্দ্রের সম্মান জড়িয়ে বলে তোপ দেগেছিলেন। এখন তিনিই যখন প্রধানমন্ত্রী, তখন টাকা সমস্ত রেকর্ড ভাঙছে। তাই তাঁর উচিত দেশের মানুষকে এর জবাব দেওয়া।’’
সংশ্লিষ্ট মহল মনে করাচ্ছে, টাকার দরে পতন নিয়ে মনমোহনের চুপ করে থাকা নিয়ে মোদী বলেছিলেন ‘‘টাকা এবং প্রধানমন্ত্রী, দুই-ই বাক্শক্তিহীন হয়ে পড়েছে।’’ সরকার অসৎ এবং দুর্নীতিগ্রস্ত হলে দেশের মুদ্রা পড়তে থাকে বলেও দাবি করেছিলেন তিনি। অথচ এখন ডলারের সাপেক্ষে টাকার দাম যে জায়গায় নেমেছে, তখন তা নিয়ে সে ভাবে মুখ খুলতে দেখা যায়নি কেন্দ্রের কোনও নেতা-মন্ত্রীকে। এই পরিস্থিতিতে কংগ্রেসের পাল্টা আক্রমণ তাই কিছুটা প্রত্যাশিতই ছিল।