Aamir Khan

আমিরের কথায় কান্নায় ভেঙে পড়েন কিরণ! অতীত খুঁড়ে কোন সত্য প্রকাশ্যে আনলেন অভিনেতা?

বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করে জানান, নিজেদের মধ্যে বন্ধুত্ব বজায় রাখবেন তাঁরা। সেই কথা রেখেছেন দু’জনেই। কিন্তু আমির খানের একটি কথা শুনে কান্নায় ভেঙে পড়েছিলেন কিরণ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৪ ২০:১৯
: Aamir Khan reveals that his decision of quitting film made Kiran Rao cry

আমির খান ও কিরণ রাও। ছবি: সংগৃহীত।

আমির খানের প্রযোজনা সংস্থায় সহ-পরিচালকের কাজ করতেন কিরণ রাও। সেখান থেকে প্রেম এবং বিয়ে। কিন্তু ২০২১-এ বৈবাহিক জীবনে ইতি টানার সিদ্ধান্ত নেন আমির ও কিরণ। সমাজমাধ্যমে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করে জানান, নিজেদের মধ্যে বন্ধুত্ব বজায় রাখবেন তাঁরা। সেই কথা রেখেছেন দু’জনেই। কিন্তু আমির খানের একটি কথা শুনে কান্নায় ভেঙে পড়েছিলেন কিরণ। রিয়া চক্রবর্তীর পডকাস্টে সেই কথাই প্রকাশ্যে আনলেন অভিনেতা।

Advertisement

কিছু দিন আগেই প্রকাশ্যে আসে, অভিনয় ছেড়ে দেওয়ার কথা ভাবছেন আমির। অভিনেতা বলেন, “তিন বছর আগে আমি বলেছিলাম, ছবির কাজ ছেড়ে দিচ্ছি। ছেলে বলল, ‘বাবা, তুমি এটা কী ভাবে করতে পার? গত ৩০ বছর ধরে তুমি পাগলের মতো এই জগতের সঙ্গে জড়িয়ে রয়েছ। তুমি নিশ্চয়ই আবেগপ্রবণ হয়ে পড়েছ বলে বলছ। তুমি বাস্তবে এটা করতেই পারবে না।‘”

এর পরে প্রযোজনা সংস্থার সকলকে ডাকেন আমির। সেখানে কিরণও ছিলেন। সে দিন সকলকে ডেকে আমির বলেছিলেন, “আমার এই সংস্থার আর দরকার নেই কারণ আমি আর ছবি বানাতে চাই না। কিন্তু তোমরা এই পেশায় থাকতে চাও। তাই আমি চাই, এই সংস্থার ভার এ বার তোমরা নাও এবং ছবি বানাও।”আমিরের এই সিদ্ধান্ত শুনে চমকে ওঠেন সকলে। অভিনেতা জানিয়েছিলেন, তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে চান বলে এই সিদ্ধান্ত নিচ্ছেন।

কিরণ আমিরের এই সিদ্ধান্ত শুনে তখন বলেছিলেন, “তুমি আমাদের ছেড়ে চলে যেতে চাইছ! তুমি বুঝতে পারছ না। তুমি তৈরিই হয়েছ এই জগতে থাকার জন্য। তুমি ছবির কাজ ছেড়ে দিচ্ছ মানে জীবন থেকে মুক্তি নিয়ে নিচ্ছ। তোমার দুনিয়ার অংশ তো আমরাও। অর্থাৎ, তুমি আমাদেরও ছেড়ে চলে যাচ্ছ।”

আমির সেই ঘটনা মনে করে বলেন, “কিরণ সে দিন কাঁদছিল। আমি বলেছিলাম, ওরা আমাকে ভুল বুঝছে। তবে আসলে কিরণই ঠিক ছিল সেই সময়। এটা আমি পরে বুঝেছি।”উল্লেখ্য, আমির তাঁর আসন্ন ছবি ‘সিতারে জ়মিন পর’নিয়ে এই মুহূর্তে ব্যস্ত।

Advertisement
আরও পড়ুন