আলিয়া ভট্ট, অল্লু অর্জুন এবং কৃতি শ্যানন (বাঁ দিক থেকে)। —ফাইল চিত্র।
সেরা অভিনেত্রী হিসাবে প্রথম বার জাতীয় পুরস্কার পেলেন আলিয়া ভট্ট এবং কৃতি শ্যানন। ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ছবির জন্য সেরার স্বীকৃতি পেলেন আলিয়া। কৃতির হাতে জাতীয় পুরস্কার এনে দিল ‘মিমি’ ছবি। দুই ছবিই নারীকেন্দ্রিক। দুই ছবিতেই নিজেদের অভিনয়ে ছাপ রেখেছেন আলিয়া এবং কৃতি।
‘পুষ্পা’ ছবির জন্য সেরা সঙ্গীত পরিচালক হিসাবে জাতীয় পুরস্কার পেলেন দেবী শ্রী প্রসাদ।
নার্গিস দত্ত পুরস্কার পেল ‘দ্য কাশ্মীর ফাইল্স’।
সেরা ছবি হিসাবে জাতীয় পুরস্কার পেল মাধবন অভিনীত ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’।
সেরা জনপ্রিয় ছবি হিসাবে জাতীয় পুরস্কার পেল ‘আরআরআর’। অ্যাকশন ডিরেকশন, কোরিয়োগ্রাফি এবং স্পেশাল এফেক্টস বিভাগেও সেরার সম্মান পেয়েছে এই ছবি।
সেরা সহ-অভিনেত্রী হিসাবে জাতীয় পুরস্কার উঠল অভিনেত্রী পল্লবী জোশীর হাতে। ‘দ্য কাশ্মীর ফাইল্স’ ছবির হাত ধরে এই সম্মান পেলেন তিনি।
সেরা সহ-অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কার পেলেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। ‘মিমি’ ছবির জন্য পেলেন এই সম্মান।
‘মিমি’ ছবির হাত ধরে প্রথম বার জাতীয় পুরস্কার পেলেন অভিনেত্রী কৃতি শ্যানন। এই ছবির হাত ধরে অভিনেত্রী হিসাবে আলাদা নজর কেড়েছিলেন কৃতি। ছবির গান ‘পরম সুন্দরী’ বিপুল জনপ্রিয়তা পেয়েছে।
সেরা অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কার পেলেন ‘পুষ্পা’ খ্যাত অল্লু অর্জুন।
সেরা অভিনেত্রী হিসাবে প্রথম বার জাতীয় পুরস্কার পেলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট। ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ছবির জন্য সেরার স্বীকৃতি পেলেন বলিপাড়ার হাল আমলের প্রথম সারির নায়িকা।
সেরা সম্পাদনা বিভাগে জাতীয় পুরস্কার পেল ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’। সেরার স্বীকৃতি উঠল সঞ্জয়লীলা ভন্সালীর হাতে।
বিশেষ জুরি পুরস্কার পেল বলিউডের অন্যতম সফল ছবি ‘শেরশাহ’।
জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা বাংলা ছবি হিসাবে স্বীকৃতি পেল ‘কালকক্ষ’।
সেরা হিন্দি ছবি হিসাবে জাতীয় পুরস্কার পেল ভিকি কৌশল অভিনীত ‘সর্দার উধম’।
নন-ফিচার বিভাগে সেরা বায়োগ্রাফিক্যাল ছবির স্বীকৃতি পেল সোমনাথ মণ্ডলের ‘রুকু মাটির দুখু মাঝি’।
সেরা নন-ফিচার ছবি হিসাবে জাতীয় পুরস্কার পেল ‘এক থা গাঁও’।
সেরা অ্যানিমেশন ছবি ‘কান্দিটুন্দ’। এটি মালয়ালম ছবি।
শুরু হল জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা।
কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরের হাতে জয়ীদের নামের তালিকা তুলে দিলেন জুরি সদস্যরা।
৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা একটু পরেই।