ডব্লিউবিএনইউজেএস। সংগৃহীত ছবি।
রাজ্যের আইন শিক্ষা প্রতিষ্ঠানে দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস (ডব্লিউবিএনইউজেএস)-এ শিক্ষকতার সুযোগ। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। তাঁদের আগে থেকে আবেদনপত্র পাঠাতে হবে না।
বিশ্ববিদ্যালয়ে টিচিং অ্যাসিস্ট্যান্ট বা গেস্ট ফ্যাকাল্টি (অতিথি শিক্ষক) পদে নিয়োগ হবে। শূন্যপদ একটি। নিযুক্ত ব্যক্তিকে প্রতিষ্ঠানে ইংরেজি বা ভাষাতত্ত্ব (লিঙ্গুইস্টিক্স) পড়াতে হবে। সংশ্লিষ্ট পদে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। কাজের মেয়াদ থাকবে এক বছর।
বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের বয়ঃসীমার কথা উল্লেখ করা হয়নি। যদি টিচিং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হয়, তবে নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ৫০,০০০ টাকা। অন্য দিকে, অতিথি শিক্ষক পদে নিয়োগ হলে পারিশ্রমিক হবে ক্লাস পিছু ১,৫০০ টাকা।
টিচিং অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের ইংরেজি বা ভাষাতত্ত্বে স্নাতকোত্তরের সঙ্গে নেট উত্তীর্ণ হতে হবে অথবা থাকতে হবে পিএইচডি। একই ভাবে, অন্য পদটির জন্য পৃথক যোগ্যতার মাপকাঠি রয়েছে।
আগামী ১৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ইন্টারভিউ শুরু সকাল ১১টা থেকে। ওই দিন প্রার্থীদের আবেদনপত্র, জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি নিয়ে সেখানে উপস্থিত হতে হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।