ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস, কলকাতা। ছবি: সংগৃহীত।
ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেসে কর্মখালি। বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে কর্মী প্রয়োজন। শূন্যপদ পাঁচটি।
সংশ্লিষ্ট পদে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে। নিযুক্তদের অসম, পশ্চিমবঙ্গ, মেঘালয়, অরুণাচল প্রদেশ, সিকিম থেকে তথ্য সংগ্রহের কাজে বহাল রাখা হবে। তাই স্থানীয় ভাষায় সাবলীল হওয়া প্রয়োজন।
ওই কাজে মোট ছ’মাসের চুক্তিতে বহাল রাখা হবে। কাজের নিরিখে চুক্তির সময়সীমা বৃদ্ধি করা হবে। প্রার্থীদের পূর্বে উল্লিখিত রাজ্যে কোনও কাজের অভিজ্ঞতা এবং ইন্টারন্যাশনাল ট্রেড ল সম্পর্কে দক্ষ হওয়া প্রয়োজন। নিযুক্তেরা প্রতি মাসে ৫০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন। ইমেল মারফত উল্লিখিত পদের জন্য আবেদন গ্রহণ করা হবে।
আগ্রহীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্র এবং কেন এই পদে তাঁরা কাজ করতে চান, সেই সম্পর্কিত নথি জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৫ ফেব্রুয়ারি। বাছাই করা প্রার্থীদের সঙ্গে ইন্টারভিউয়ের জন্য বিশ্ববিদ্যালয়ের তরফে যোগাযোগ করে নেওয়া হবে। আরও তথ্যের জন্য মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।