গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
আজ ইডেনে ভারত বনাম ইংল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ। অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজ়ে হারার পর এই প্রথম নামছে ভারত। প্রশ্ন, লাল বলে হারের ধাক্কা সাদা বলে কাটিয়ে উঠতে পারবে ভারত?
কাল থেকে শুরু রঞ্জি ট্রফির ম্যাচ। বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ ছাড়া ভারতের প্রায় সব তারকা ক্রিকেটারই খেলবেন। কী ভাবে প্রস্তুতি সারছেন রোহিতেরা? থাকছে রঞ্জির সব খবর। রয়েছে আইএসএলে বেঙ্গালুরু বনাম ওড়িশা ম্যাচ, চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা।
ইডেনে ভারত-ইংল্যান্ড টি২০, জিতে সিরিজ় শুরুর লক্ষ্যে সূর্যেরা
আজ ইডেনে ভারতের টি-টোয়েন্টি ম্যাচ। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ়ের এটিই প্রথম ম্যাচ। অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজ়ে হারার পর এই প্রথম নামছে ভারত। যদিও টেস্ট দলের মাত্র তিন জন ক্রিকেটার এই টি-টোয়েন্টি দলে রয়েছেন। তবু প্রশ্ন, লাল বলে হারের ধাক্কা সাদা বলে কাটিয়ে উঠতে পারবে ভারত? সূর্যকুমার যাদবের দলের সঙ্গে জস বাটলারদের লড়াই শুরু সন্ধ্যা ৭টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।
রঞ্জি ট্রফিতে খেলবেন রোহিত, জাডেজারা, দীর্ঘ দিন পর ঘরোয়া ক্রিকেটে তারকারা, প্রস্তুতির খবর
ভারতীয় দলের তারকা ক্রিকেটারেরা প্রায় সবাই রঞ্জি ট্রফির ম্যাচ খেলবেন এ বার। ব্যাতিক্রম বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরাহ। দু’জনেরই চোট। কোহলি অবশ্য জানিয়ে দিয়েছেন, তিনি ৩০ জানুয়ারি থেকে রেলের বিরুদ্ধে ম্যাচে খেলবেন। কী ভাবে তৈরি হচ্ছেন রোহিত শর্মা, রবীন্দ্র জাডেজারা? ভারতের ঘরোয়া ক্রিকেটের সব খবর।
আইএসএলে বেঙ্গালুরুর ম্যাচ, দ্বিতীয় স্থানে উঠবেন সুনীলেরা?
আইএসএলে আজ একটিই ম্যাচ। খেলবে বেঙ্গালুরু ও ওড়িশা। এই ম্যাচে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু যদি জিততে পারে, তা হলে আবার পয়েন্টের বিচারে গোয়াকে টপকে দ্বিতীয় স্থানে চলে আসবে। শেষ তিনটি ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট পেয়েছে বেঙ্গালুরু। জয়ে ফিরতে পারবে বেঙ্গালুরু? খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ ও স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।
চ্যাম্পিয়ন্স লিগে বড় ম্যাচ, লড়াই পিএসজি বনাম ম্যাঞ্চেস্টার সিটির
চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে আজ ন’টি ম্যাচ। তার মধ্যে রয়েছে প্যারিস সঁজঁ বনাম ম্যাঞ্চেস্টার সিটি বড় ম্যাচ। এই ম্যাচ রাত ১:৩০ থেকে। একই সময়ে রয়েছে আর্সেনাল-ডায়নামো জ়াগ্রেব, বায়ার্ন মিউনিখ-ফেনর্ড, রিয়াল মাদ্রিদ-আরবি সালজ়বার্গ, এসি মিলান-জিরোনা, ইন্টার মিলান-স্পার্টা প্রাহা, সেল্টিক-ইয়ং বয়েজ় খেলা। তার আগে রাত ১১:১৫ থেকে রয়েছে আরবি লিপজ়িগ-স্পোর্টিং, শাখতার দোনেস্ক-ব্রেস্ট ম্যাচ। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।
অস্ট্রেলিয়ান ওপেনে সিনার, শিয়নটেকের খেলা
অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে আজ পুরুষদের দু’টি কোয়ার্টার ফাইনাল। ২১ নম্বর বাছাই বেন শেল্টন ও অবাছাই লরেঞ্জো সেনেগো খেলবেন সকাল ৯টা থেকে। দুপুর ২টো থেকে লড়াই শীর্ষ বাছাই জানিক সিনার ও অষ্টম বাছাই অ্যালেক্স ডি মিনাউয়ের। মহিলাদের সিঙ্গলসেও দু’টি কোয়ার্টার ফাইনাল আজ। ১৯তম বাছাই মেডিসন কিস ও ২৮ নম্বর বাছাই এলিনা সিতোলিনার খেলা ভোর ৬টা থেকে। এই ম্যাচ শেষ হলে নামবেন দ্বিতীয় বাছাই ইগা শিয়নটেক ও অষ্টম বাছাই এমা নাভারো। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।