WB NEET PG Counseling

রাজ্যে তৃতীয় দফায় শুরু নিট পিজির কাউন্সেলিং, রইল পূর্ণাঙ্গ সূচি

অনলাইনে তিন দিনের জন্য কাউন্সেলিংয়ের পোর্টাল চালু করা হবে। অনলাইনেই ফি নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১২:২১
WB NEET PG Counseling 2025.

স্বাস্থ্য ভবন। ছবি: সংগৃহীত।

রাজ্যে ন্যাশনাল এন্ট্রান্স কাম এলিজিবিলিটি টেস্ট - পোস্ট গ্র্যাজুয়েট (নিট পিজি) উত্তীর্ণদের মেডিক্যাল শাখায় ভর্তি প্রক্রিয়া চলছে। তৃতীয় দফায় প্রার্থীদের কাউন্সেলিংয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে ২১ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত। অনলাইনেই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিশেষ পোর্টালও চালু করা হয়েছে।

Advertisement

কাউন্সেলিংয়ে অংশগ্রহণের জন্য নিট পিজি উত্তীর্ণদের প্রথমে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সেলিং কমিটির ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। এর পরে আবেদনপত্র এবং কাউন্সেলিং ফি জমা দিয়ে পছন্দের কলেজ বেছে নিতে হবে। এ ক্ষেত্রে ইন সার্ভিস প্রার্থী এবং এনআরআই প্রার্থীদের সশরীরে সমস্ত নথি যাচাইয়ের জন্য স্বাস্থ্য ভবনে উপস্থিত থাকা প্রয়োজন। তবে, ফ্রেশারদের ক্ষেত্রে প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য অনলাইনেই নথি যাচাই করা হবে।

যাঁরা নাম নথিভুক্ত করেছেন, কিন্তু প্রথম বা দ্বিতীয় দফার কাউন্সেলিংয়ে চয়েজ় ফিলিং (পছন্দের কলেজ বাছাই) সম্পূর্ণ করতে পারেননি, অথবা সশরীরে নথি যাচাই করাতে পারেননি, তাঁরাও তৃতীয় দফায় এই সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের কাউন্সেলিং ফি জমা দিতে হবে না।

অনলাইন কাউন্সেলিংয়ের জন্য প্রার্থীদের রোল নম্বর, অ্যাপ্লিকেশন নম্বর, নাম, জন্মতারিখের মতো তথ্য দিতে হবে। সমস্ত তথ্য পেশ করার পরেই নতুন করে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করা যাবে। কাউন্সেলিং ফি বাবদ ৩,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে।

২২ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত সমস্ত কলেজে প্রার্থীদের তথ্য যাচাইয়ের জন্য পাঠিয়ে দেওয়া হবে। এর পরে ২৭ জানুয়ারি আসন সংখ্যা সংক্রান্ত তথ্য এবং বাছাই করা প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। ওই দিন থেকে ২৯ জানুয়ারির মধ্যে প্রার্থীরা পছন্দের আসন চয়েজ় লকিং করার সুযোগ পাবেন। ফলাফল ১ ফেব্রুয়ারি এবং ভর্তি প্রক্রিয়া ৫ ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণ হবে। তাই এই বিষয়ে আরও জানতে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সেলিং কমিটির ওয়েবসাইটে নজর রাখতে পারেন।

Advertisement
আরও পড়ুন