Principal Recruitment 2024

শ্রী শিক্ষায়তন কলেজে কর্মখালি, কোন পদে চাই কর্মী?

কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ কলেজে অধ্যক্ষ পদে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১৫:১৬
Shri Shikshayatan College.

শ্রী শিক্ষায়তন কলেজ। ছবি: সংগৃহীত।

সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কাজের সুযোগ। কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ শ্রী শিক্ষায়তন কলেজের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নিয়োগ সম্পর্কে বিশদ তথ্য জানানো হয়েছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ পদে অভিজ্ঞ মহিলা প্রয়োজন। শূন্যপদ একটি।

Advertisement

ওই পদে অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে অন্তত ১০টি গবেষণাপত্র ইউজিসি অনুমোদিতে জার্নালে প্রকাশিত হওয়া বাঞ্ছনীয়। আবেদনকারীর পিএইচডি সম্পূর্ণ থাকা এবং স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকা দরকার। একই সঙ্গে, রিসার্চ স্কোর ১১০ হওয়া আবশ্যক।

আবেদনকারীদের বয়স ৪০ থেকে ৫৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। আবেদনকারীদের অনলাইনে একটি ফর্ম ডাউনলোড করে তা পূরণ করে পাঠাতে হবে। এর জন্য আলাদা করে ৫,০০০ টাকার ব্যাঙ্ক ড্রাফটও জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানের তরফে আরও জানানো হয়েছে, সংশ্লিষ্ট পদে কাজ করতে আগ্রহীদের জীবনপঞ্জি, শংসাপত্র এবং অন্যান্য নথি ডাকযোগে পাঠাতে বলা হয়েছে। আবেদনের শেষ তারিখ ৫ জানুয়ারি। সংশ্লিষ্ট বিষয়ে বিশদ জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন