ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (নাবার্ড)। ছবি: সংগৃহীত।
ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (নাবার্ড)-এর বিভিন্ন বিভাগে কর্মখালি। কন্টেন্ট রাইটার, গ্রাফিক ডিজ়াইনার, ক্লাইমেট চেঞ্জ স্পেশালিস্ট, চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার পদে পাঁচ জনকে নিয়োগ করা হবে।
কন্টেন্ট রাইটার পদে ইংরেজিতে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। তবে, গণজ্ঞাপন, সাংবাদিকতা বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন, এমন প্রার্থীদের আবেদনও গ্রহণ করা হবে। গ্রাফিক ডিজ়াইনার পদে অ্যাপ্লায়েড আর্টিস্ট, গ্রাফিক ডিজ়াইনিং, মাল্টিমিডিয়া অ্যান্ড অ্যানিমেশন বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আবেদন করতে পারবেন।
চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার পদে টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং শাখার কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, সাইবার সিকিউরিটি কিংবা ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে নিয়োগ করা হবে। ক্লাইমেট চেঞ্জ স্পেশালিস্ট হিসাবে রিনিউবেল এনার্জি, এনার্জি ইঞ্জিনিয়ারিং, ক্লাইমেট সায়েন্স, হাইড্রোলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স বিষয়ের মধ্যে যে কোনও একটিতে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন।
আবেদনকারীদের বয়স ২১ থেকে ৫৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। একই সঙ্গে তাঁদের উল্লিখিত পদে পূর্বে তিন থেকে ১২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। বছরে ১২ লক্ষ থেকে ৭০ লক্ষ টাকা বেতন হিসাবে দেওয়া হবে। মোট তিন বছরের চুক্তিতে কাজ চলবে, যার মেয়াদ আরও দু’বছরের জন্য বৃদ্ধি করা হতে পারে।
আগ্রহীদের অনলাইনে আবেদন জমা দিতে হবে। ৮৫০ টাকা আবেদনমূল্য হিসাবে ধার্য করা হয়েছে। অনলাইনে রেজিস্ট্রেশন করে আবেদন জমা দেওয়ার শেষ দিন ৬ এপ্রিল। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।