IIT Delhi PG Admission

স্নাতকোত্তর স্তরে ডেটা সায়েন্সেস-সহ বিভিন্ন বিষয়ে পড়ার সুযোগ আইআইটি দিল্লিতে

অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। ভর্তি হওয়ার পর বিষয়ের নিরিখে ফি হিসাবে প্রতিটি সিমেস্টার পিছু ২৯,৯০০ টাকা থেকে ৯৫,১০০ টাকা জমা দিতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৫ ১১:১৪
Indian Institute of Technology, Delhi.

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), দিল্লি। ছবি: সংগৃহীত।

ইঞ্জিনিয়ারিং, কলা, বিজ্ঞান এবং টেকনোলজি শাখার বিভিন্ন বিষয় নিয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তি হওয়ার সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) দিল্লি। প্রতিষ্ঠানের তরফে একটি বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য প্রকাশিত হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, ভর্তি হতে আগ্রহীদের আবেদন ৭ এপ্রিল পর্যন্ত অনলাইন পোর্টাল মারফত গ্রহণ করা হবে।

Advertisement

কোন কোন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবেন, তার একটি তালিকা দেওয়া হল।

ইঞ্জিনিয়ারিং শাখায় মেশিন ইন্টালিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্সেস, টেক্সটাইল অ্যান্ড ফাইবার ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লায়েড মেকানিক্স, বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং; হিউম্যানিটিজ় অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস, ইন্ডাস্ট্রিয়াল ডিজ়াইন,পাবলিক পলিসি-সহ বিভিন্ন বিষয় নিয়ে স্নাতকোত্তর স্তরে পড়ার সুযোগ রয়েছে।

যে সমস্ত পড়ুয়া স্নাতক স্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেয়েছেন, তাঁরাই উল্লিখিত বিষয় নিয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) কিংবা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ হওয়া আবশ্যক। চলতি বছরের ১৪ মে থেকে ১৬ জুন পর্যন্ত লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে।

আগ্রহীরা অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন। ২৪ জুলাই থেকে ক্লাস শুরু হবে। আবেদনের জন্য কী কী নথি থাকা প্রয়োজন, এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন