ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
পাখি বলে কি খোসাসমেত চিনাবাদাম খেয়ে ফেলবে! তার কি ইচ্ছা-অনিচ্ছার কোনও দাম থাকতে পারে না? তাই খোসা ছাড়িয়ে বাদামের টুকরো ভেঙে আহার সারল একটি টিয়া। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ভাহসিহেভ্যানরিল্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি কালো টিয়ার দিকে চিনাবাদাম এগিয়ে দিচ্ছেন এক ব্যক্তি। কিন্তু খোসাসমেত চিনাবাদাম খেতে মোটেই রাজি নয় পাখিটি। তাই মুখের ভিতর চিনাবাদাম নিয়ে ঠোঁট দিয়ে তার খোসা ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ল সে। কিন্তু শুধু খোসা ছাড়িয়েই থামল না পাখিটি।
ভিতর থেকে বাদাম তুলে তা অল্প অল্প করে ভেঙে পাখির আহার সারল সে। এই পাখিটি পাম ককাটু নামে অধিক পরিচিত। বিশাল আকারের এই পাখিটি কালো রঙের টিয়া প্রজাতির। সাধারণত পাপুয়া নিউগিনি, অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়ার বিভিন্ন প্রান্তে এই প্রজাতির পাখি দেখতে পাওয়া যায়। ভিডিয়োটি দেখে তাতে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন নেটাগরিকদের একাংশ। এক জন আবার মশকরা করে লিখেছেন, ‘‘পাখি বলে কি তার মানুষের মতো খোসা ছাড়িয়ে চিনাবাদাম খাওয়ার ইচ্ছা হতে পারে না?’’