ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। ছবি: সংগৃহীত।
সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)-এর ওয়েবসাইটে। একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে কেন্দ্রীয় সরকার অধীনস্থ বিভিন্ন বিভাগ এবং প্রতিষ্ঠানে।
কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রণালয়ের তরফে অ্যাসিস্ট্যান্ট ইন্ডাস্ট্রিয়াল অ্যাডভাইসর, ন্যাশনাল টেস্ট হাউজ়ের তরফে সায়েন্টিস্ট বি, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিইয়ার তরফে অ্যাসিস্ট্যান্ট জুলজিস্ট, কেন্দিয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রালয়ের তরফে স্পেশালিষ্ট গ্রেড থ্রি অ্যাসিসট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে। সব মিলিয়ে শূন্যপদ রয়েছে ১২১টি। আবেদনের জন্য প্রতিটি পদের যোগ্যতা এবং বেতন আলাদা রয়েছে। সেগুলি জানতে ইউপিএসসি-র ওয়েবসাইটে দেওয়া মূল বিজ্ঞপ্তিটি দেখতে হবে। তবে, শুধুমাত্র ভারত, নেপাল এবং ভুটানের নাগরিকরাই আবেদন করতে পারবেন।
কী ভাবে আবেদন করবেন?
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি, আবেদনমূল্য জমা দেওয়া দরকার। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১ ফেব্রুয়ারি ’২৪। আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট আউট নেওয়া যাবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত।
এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে।