Recruitment in IWAI 2025

ভারতের অভ্যন্তরীণ জলপথ পরিবহণ সংস্থায় ইন্টার্নশিপের সুযোগ, সাম্মানিক কত?

‘দ্য ইনল্যান্ড ওয়াটারওয়েজ় অথরিটি অফ ইন্ডিয়া ইন্টার্নশিপ স্কিম’-এর অধীনে মিলবে এই সুযোগ। আবেদন করতে পারবেন যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ স্নাতক/ স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ মার্চ ২০২৫ ১৬:৪২
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ভারতের অভ্যন্তরীণ জলপথ পরিবহণ সংস্থা (ইনল্যান্ড ওয়াটারওয়েজ় অথরিটি অফ ইন্ডিয়া)-য় কাজ শেখার সুযোগ। সে ক্ষেত্রে মাসে সাম্মানিকও পাবেন আগ্রহীরা। সম্প্রতি সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে এই সংস্থা। ‘দ্য ইনল্যান্ড ওয়াটারওয়েজ় অথরিটি অফ ইন্ডিয়া ইন্টার্নশিপ স্কিম’-এর অধীনে মিলবে এই সুযোগ। আবেদন করতে পারবেন যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ স্নাতক/ স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নরা। তবে যাঁরা স্নাতক/ স্নাতকোত্তর পড়ছেন তাঁরাও আবেদন করতে পারবেন। স্নাতক যোগ্যতা থাকলে প্রতি মাসে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। স্নাতকোত্তর যোগ্যতা থাকলে মাসে ২০ হাজার টাকা করে মিলবে। স্নাতক/ স্নাতকোত্তর মিলিয়ে মোট ২৫টি আসন রয়েছে।

কী ভাবে আবেদন করবেন?

প্রথমে ইনল্যান্ড ওয়াটারওয়েজ় অথরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে যেতে হবে। হোমপেজ থেকে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। কবে পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে, তার বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে দেওয়া নেই। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্তাবলি জানতে ইনল্যান্ড ওয়াটারওয়েজ় অথরিটি অফ ইন্ডিয়া-র ওয়েবসাইটটি দেখুন।

Advertisement
আরও পড়ুন