WB Job Vacancy 2024

ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করবে দার্জিলিং জেলার প্রশাসনিক বিভাগ, বেতন কত?

আবেদনের জন্য প্রার্থীকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোর্স করা থাকলে ভাল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৪ ২০:০৩
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

শিলিগুড়ি মহাকুমা পরিষদে রয়েছে কাজের সুযোগ। কম্পিউটারের কাজ জানা থাকলে খোঁজ নিতে পারেন দার্জিলিং জেলার প্রশাসনিক বিভাগে। সম্প্রতি ওই জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অফলাইনে জমা দিতে হবে আবেদনপত্র।

Advertisement

ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে কর্মী। চুক্তির ভিত্তিতে মিলবে কাজের সুযোগ। প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ১১,৯০০ টাকা দেওয়া হবে। আবেদনের জন্য প্রার্থীকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোর্স করা থাকলে ভাল। তবে, কম্পিউটারের কাজে দক্ষ হওয়া প্রয়োজন। প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।

আবেদন করবেন কী ভাবে?

দার্জিলিং জেলার প্রশাসনিক ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে ‘নোটিস’ এবং ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করা প্রয়োজন। এর পরে পূরণ করা আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। ১১ নভেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে দার্জিলিং জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement
আরও পড়ুন