ECIL Recruitment 2025

কেন্দ্রীয় সংস্থা ইলেক্ট্রনিক্স কর্পোরেশনে কর্মখালি, নিয়োগ ইন্টারভিউয়ের মাধ্যমে

জেনারেল ম্যানেজার এবং সিনিয়র ম্যানেজার পদে নিযুক্তদের বেতন কাঠামো হবে যথাক্রমে মাসে ১,২০,০০০-২,৮০,০০০ টাকা এবং ৭০,০০০-২,০০,০০০ টাকা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ১৮:০০
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

কেন্দ্রের পারমাণবিক শক্তি দফতরের অধীনস্থ সংস্থা ইলেক্ট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (ইসিআইএল)-এ কর্মখালি। সম্প্রতি এই মর্মে সংস্থার তরফে একটি নিয়োগ- বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, সংস্থার বিভিন্ন আঞ্চলিক অফিস, প্রজেক্ট সাইট এবং হায়দরাবাদে সংস্থার সদর দফতরে নিযুক্তদের কাজের সুযোগ মিলবে। এর জন্য আগ্রহীদের অনলাইন এবং অফলাইন— উভয় মাধ্যমেই আবেদন জানাতে হবে। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

Advertisement

সংস্থায় নিয়োগ হবে জেনারেল ম্যানেজার (এইচআর), জেনারেল ম্যানেজার (ফিন্যান্স), জেনারেল ম্যানেজার (আরএফ সিস্টেমস অ্যান্ড মাইক্রোওয়েভ ডিজ়াইন), জেনারেল ম্যানেজার (ডিফেন্স সিস্টেমস-নর্থ জ়োন), সিনিয়র ম্যানেজার (এইচআর), সিনিয়র ম্যানেজার (ল) এবং সিনিয়র ম্যানেজার (আরএফ সিস্টেমস অ্যান্ড মাইক্রোওয়েভ ডিজ়াইন) পদে। মোট শূন্যপদের সংখ্যা ১০।

জেনারেল ম্যানেজার এবং সিনিয়র ম্যানেজার পদে আবেদনকারীদের বয়স যথাক্রমে ৫৫ এবং ৪২ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে। জেনারেল ম্যানেজার এবং সিনিয়র ম্যানেজার পদে নিযুক্তদের বেতন কাঠামো হবে যথাক্রমে মাসে ১,২০,০০০-২,৮০,০০০ টাকা এবং ৭০,০০০-২,০০,০০০ টাকা।

জেনারেল ম্যানেজার (ফিন্যান্স) পদে আবেদনকারীদের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা কস্ট অ্যাকাউন্ট্যান্ট হতে হবে। পাশাপাশি, ২৪ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকা জরুরি। এ ছাড়া অন্যান্য পদের জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি ধার্য করা হয়েছে।

আগ্রহীদের এর জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্যের পরিমাণ ১০০০ টাকা। অনলাইনে আবেদনের পর সমস্ত নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানাতেও পাঠাতে হবে। অনলাইন এবং অফলাইনে আবেদনের শেষ দিন যথাক্রমে ৩১ জানুয়ারি এবং ৭ ফেব্রুয়ারি। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য জানতে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন