RITES Recruitment 2023

রাইটস লিমিটেডে বিশেষজ্ঞ নিয়োগ, কী ভাবে আবেদন জানাবেন?

ইউজ়ড ওয়েস্ট এক্সপার্ট (সিনিয়র) পদে নিযুক্ত ব্যক্তির বেতনক্রম হবে ৬০,০০০-১,৮০,০০০ টাকা প্রতি মাসে। অন্য দু’টি পদে নিযুক্তদের বেতনক্রম হবে ৯০,০০০-২,৪০,০০০ টাকা প্রতি মাসে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৩ ১৭:৪৪
RITES Limited

রাইটস লিমিটেড। সংগৃহীত ছবি।

কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থা রাইটস লিমিটেডে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সে সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার ওয়েবসাইটে। আগ্রহীরা এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই প্রক্রিয়া।

Advertisement

সংস্থায় নিয়োগ হবে সলিড ওয়েস্ট এক্সপার্ট (ডেপুটি), ইউজ়ড ওয়েস্ট এক্সপার্ট (সিনিয়র) এবং ইউজ়ড ওয়েস্ট এক্সপার্ট (ডেপুটি) পদে। শূন্যপদ রয়েছে তিনটি। সলিড ওয়েস্ট এক্সপার্ট (ডেপুটি) পদের জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৫০ বছর। বাকি দু’টি পদে আবেদন করতে প্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। ইউজ়ড ওয়েস্ট এক্সপার্ট (সিনিয়র) পদে নিযুক্ত ব্যক্তির বেতনক্রম হবে ৬০,০০০-১,৮০,০০০ টাকা প্রতি মাসে। অন্য দু’টি পদে নিযুক্তদের বেতনক্রম হবে ৯০,০০০-২,৪০,০০০ টাকা প্রতি মাসে। প্রার্থীদের উল্লিখিত পদগুলিতে চুক্তির ভিত্তিতে তিন বছরের জন্য নিয়োগ করা হবে। তবে কাজের ভিত্তিতে এই মেয়াদ বাড়তে পারে।

প্রতিটি পদে আবেদনের জন্য এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং/ এনভায়রনমেন্ট সায়েন্সে এমটেক/ এমই/ এমএসসি থাকতে হবে। পাশাপাশি প্রয়োজন বেশ কিছু বছরের পেশাদারি অভিজ্ঞতারও, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।

প্রতি পদে যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বাছাইয়ের পর ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। আগ্রহীদের এর জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। আবেদনের জন্য সংরক্ষিত এবং অসংরক্ষিতদের যথাক্রমে ৩০০ এবং ৬০০ টাকা জমা দিতে হবে। আবেদনের শেষ দিন আগামী ২৭ নভেম্বর। এর পর নিয়োগের ইন্টারভিউ হবে আগামী ১ ডিসেম্বর। নিয়োগের শর্তাবলি বিশদ জানার জন্য প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন