Bose Institute Recruitment 2023

কলকাতায় বসু বিজ্ঞান মন্দিরে গবেষণার সুযোগ, কোন বিভাগের জন্য নিয়োগ?

নিযুক্ত ব্যক্তির সাম্মানিকের পরিমাণ হবে ৩৫,০০০ টাকা প্রতি মাসে। এ ছাড়া বাড়িভাড়া বাবদ ভাতাও মিলবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৩ ১৮:৩৫
Bose Institute

বসু বিজ্ঞান মন্দির। সংগৃহীত ছবি।

কলকাতার বোস ইনস্টিটিউট বা বসু বিজ্ঞান মন্দিরে গবেষণার সুযোগ। একটি কেন্দ্রীয় গবেষণা প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকল্পে নিয়োগ হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে। তাই আগ্রহীদের আগে থেকে আলাদা ভাবে আবেদন জানাতে হবে না।

Advertisement

প্রতিষ্ঠানের বায়োলজিক্যাল সায়েন্স বিভাগে গবেষণা প্রকল্পের কাজ হবে। প্রকল্পটি কেন্দ্রের সায়েন্স অ্যান্ড রিসার্চ বোর্ড (সার্ব)-এর অর্থপুষ্ট। এটির নাম- ‘ ডেসিফারিং দ্য সেলুলার ফাংশান্স অফ দ্য মাল্টিপল প্যারালগস অফ জিআইএনএসএফ অ্যান্ড জিএলস্ন্যাপস অফ জিয়ার্ডিয়া ল্যাম্বিয়া’।

প্রকল্পে নিয়োগ হবে প্রজেক্ট অ্যাসোসিয়েট-২ পদে। শূন্যপদ রয়েছে একটি। আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে অনূর্ধ্ব ৩৫ বছর। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। প্রকল্পের কাজ চলবে ২০২৬ সালের ৯ অক্টোবর পর্যন্ত। নিযুক্ত ব্যক্তিকে ততদিন পর্যন্তই গবেষণার কাজে যুক্ত থাকতে হবে। নিযুক্ত ব্যক্তির সাম্মানিকের পরিমাণ হবে ৩৫,০০০ টাকা প্রতি মাসে। এ ছাড়া বাড়িভাড়া বাবদ ভাতাও মিলবে।

আবেদনকারীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বায়োলজিক্যাল সায়েন্স বা টেকনোলজিতে স্নাতকোত্তরের পর কোনও সরকারি বা স্বশাসিত বিশ্ববিদ্যালয়/ প্রতিষ্ঠানের রিসার্চ ল্যাবরেটরিতে দু’বছর গবেষণার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যাঁদের মলিকিউলার বায়োলজি/ বায়োকেমিস্ট্রিতে সম্যক জ্ঞান রয়েছে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

প্রতিষ্ঠানের সল্টলেক ক্যাম্পাসে আগামী ২০ নভেম্বর দুপুর ১২টা থেকে নিয়োগের ইন্টারভিউ হবে। ওই দিন আবেদনপত্র, জীবনপঞ্জি-সহ অন্যান্য প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে উপস্থিত হতে হবে প্রার্থীদের। নিয়োগের বিষয়ে বিস্তারিত জানার জন্য আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement