Indian Railways Job 2024

ভারতীয় রেলে পাঁচ হাজারেরও বেশি পদে কর্মখালি, কোন কোন পদে চলছে নিয়োগ?

রেল মন্ত্রকের রিক্রুটমেন্ট বোর্ডের তরফে সম্প্রতি প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগের বিষয়ে সবিস্তার তথ্য পেশ করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৮ থেকে ৩০ বছর বয়সিরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে পারবেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৪ ১৫:০৫
Loco Pilot.

প্রতীকী চিত্র।

অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে কর্মখালি। ভারতীয় রেলের তরফে এই পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৮ থেকে ৩০ বছর বয়সি ব্যক্তিদের ওই পদে নিয়োগ করা হবে। আবেদনকারীদের ৫০০ টাকা আবেদনমূল্য হিসাবে জমা দিতে হবে। তবে মহিলা, সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে ওই আবেদনমূল্য ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট পদে মোট ৫,৬৯৬টি শূন্যপদ রয়েছে।

Advertisement

এই পদে দশম উত্তীর্ণদের নিয়োগ করা হবে। তাঁদের ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং (এনসিভিটি) অনুমোদিত কেন্দ্র থেকে ফিটার, ইলেক্ট্রিশিয়ান, অটোমোবাইল, ইনস্ট্রুমেন্টেশন কিংবা সমতুল্য ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই)-এর শংসাপত্র থাকতে হবে। এ ছাড়াও ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি বা ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিরাও আবেদন করতে পারবেন।

নিযুক্ত ব্যক্তিরা কলকাতা, মালদা, শিলিগুড়ি, গুয়াহাটি-সহ দেশের একাধিক শহরে কাজের সুযোগ পাবেন। তবে নিয়োগের আগে প্রার্থীদের বিভিন্ন ধরনের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার বেসড টেস্ট, কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, ডকুমেন্ট ভ্যারিফিকেশন এবং মেডিক্যাল এগজ়ামিনেশন-এর মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।

আগ্রহীদের অনলাইনে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের জন্য পোর্টাল চালু করা হবে ২০ জানুয়ারি। আবেদন জমা দিতে হবে ১৯ ফেব্রুয়ারির মধ্যে। তবে, আবেদনে কোনও তথ্য অসম্পূর্ণ থাকলে কিংবা আবেদনপত্রে কোনও ত্রুটি সংশোধনের জন্য ২০ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত পোর্টাল চালু রাখা হবে। সংশ্লিষ্ট পদে নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও তথ্য জেনে নিতে ভারতীয় রেলের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

আরও পড়ুন
Advertisement