—প্রতীকী ছবি।
কিস্তিভিত্তিক ব্যক্তিগত ঋণের নিয়মে বড় বদল আনছে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই। এ ক্ষেত্রে সমস্ত ব্যাঙ্ককে বাধ্যতামূলক ভাবে সুনির্দিষ্ট একটি সুদের হারে ঋণ দিতে বলেছে কেন্দ্রীয় আর্থিক প্রতিষ্ঠান। আরবিআইয়ের তরফে এই সংক্রান্ত একটি সার্কুলারও জারি করা হয়েছে।
বর্তমানে রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি সমস্ত ব্যাঙ্কের তরফেই ব্যক্তিগত ঋণ পেতে পারেন গ্রাহক। কিস্তিতে কিস্তিতে এই ঋণের টাকা মেটানোর সুযোগও পেয়ে থাকেন তাঁরা। অধিকাংশ ক্ষেত্রেই প্রতি মাসে কিস্তিতে একই পরিমাণ টাকা দিতে হয় তাঁদের। কিন্তু ব্যাঙ্কভেদে এই ধরনের ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে সুদের হারের তারতম্য রয়েছে। সেই নিয়মের বদল ঘটিয়ে সুনির্দিষ্ট একটি সুদের হার চালু করতে চলেছে আরবিআই।
২০২৩ সালের অগস্টেই এ ব্যাপারে নির্দেশ দিয়েছিল আরবিআই। রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্কগুলিকে বলা হয়েছিল, ব্যক্তিগত ঋণ গ্রহণকারীদের মাসিক কিস্তির ক্ষেত্রে সুদের হার নির্দিষ্ট করতে হবে। অথবা ঋণের পরিশোধের সময় বৃদ্ধির পরামর্শ দিয়েছিল রিজ়ার্ভ ব্যাঙ্ক। এই দুই উপায়ে সহজে ঋণের টাকা উদ্ধার করা যাবে বলে স্পষ্ট করেছিল কেন্দ্রীয় ব্যাঙ্ক।
২০২২ সালের মে মাসের পর থেকে ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে সুদের হার বিভিন্ন ব্যাঙ্কে বৃদ্ধি পেয়েছে। এর জন্য মুদ্রাস্ফীতি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে দায়ী করেছেন আর্থিক বিশ্লেষকেরা। ওই বছর রেপো রেট বৃদ্ধি করেছিল কেন্দ্রীয় ব্যাঙ্ক। ফলে ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি করে রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্কগুলি।
সর্বশেষ সার্কুলারে আরবিআই বলেছে, সমান কিস্তি ভিত্তিক ব্যক্তিগত ঋণের বিভাগে বাধ্যতামূলক ভাবে সুদের হার সুনির্দিষ্ট করতে হবে। সুদের হার পুনরায় নির্ধারন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাঙ্ককে তাঁদের পরিচালন বোর্ডের নীতি মেনে পদক্ষেপ করতে হবে। সে ক্ষেত্রে ঋণগ্রহণকারী যাতে সমস্যায় না পরেন, তার জন্য বিকল্প ব্যবস্থা করবে ওই ব্যাঙ্ক।