প্রতীকী চিত্র।
স্নাতকদের জন্য পূর্ব বর্ধমান জেলায় কাজের সুযোগ। জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির তরফে কর্মী নিয়োগ করা হবে। জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানানো হয়েছে। জানানো হয়েছে, কর্মী নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। আগ্রহীরা এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
জেলার নিউট্রিশন রিহ্যাবিলিটেশন সেন্টারে এই নিয়োগ হবে মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কার পদে। শূন্যপদ একটি। কাজের মেয়াদ থাকবে এক বছর। আবেদনকারীদের এ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। পাশাপাশি, পারদর্শী হতে হবে স্থানীয় ভাষায়। আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২০-৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ১৮,০০০ টাকা।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। এর পরে কম্পিউটার অ্যাপ্লিকেশনে এক বছরের ডিপ্লোমাও জরুরি। এ ছাড়া যোগ্যতার অন্যান্য মাপকাঠির কথা মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র-সহ অন্যান্য নথি জমা দিতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য আবেদনমূল্য যথাক্রমে ৫০ এবং ১০০ টাকা। আবেদনের শেষ দিন আগামী ২৪ ডিসেম্বর। এর পরে কম্পিউটার পরিচালনার দক্ষতা পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য জানতে সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।