Kalyani University Recruitment 2024

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার সুযোগ, কোন বিভাগে, কতগুলি শূন্যপদে নিয়োগ?

আগামী ৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ ১৭:৪২
Kalyani University

কল্যাণী বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ। মঙ্গলবার এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগে শিক্ষক প্রয়োজন। এর জন্য নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহীদের আগে থেকে আবেদন জানাতে হবে না।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের সাঁওতালি বিভাগের জন্য এই নিয়োগ। নিয়োগ হবে গেস্ট টিচার বা অতিথি শিক্ষক পদে। মোট শূন্যপদের সংখ্যা পাঁচ। বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের বয়ঃসীমা অথবা নিযুক্তদের পারিশ্রমিকের বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

অতিথি শিক্ষক পদে আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সাঁওতালি ভাষায় স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। উত্তীর্ণ হতে হবে নেট/ সেট-এর মতো যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায়। পাশাপাশি, স্নাতকোত্তর স্তরের পড়ুয়াদের সাঁওতালি ভাষা পড়ানোর দক্ষতা এবং অলচিকি লিপি সম্পর্কিত জ্ঞান থাকা জরুরি। প্রয়োজন পোয়েট্রি লিটারেচার, প্রোজ় লিটারেচার, ড্রামা লিটারেচার এবং সাঁওতালি ভাষার সিনট্যাক্স-এ স্পেশালাইজ়েশনেরও।

আগামী ৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। প্রার্থীদের ওই দিন জীবনপঞ্জি, আবেদনপত্র-সহ অন্যান্য নথি নিয়ে সকাল ১১টার মধ্যে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হতে হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

Advertisement
আরও পড়ুন