প্রতীকী চিত্র।
নদিয়া জেলায় কাজের সুযোগ। জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির তরফে দু’টি ভিন্ন পদমর্যাদায় কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, সংশ্লিষ্ট কর্মীদের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। এর জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। তাই আগ্রহীদের আগে থেকে আবেদন জানাতে হবে না।
জেলায় নিয়োগ হবে মেডিক্যাল অফিসার এবং ফার্স্ট রেফারাল ইউনিটের জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদে। মোট শূন্যপদের সংখ্যা ১৬। নিযুক্তদের কর্মস্থল হবে জেলার মিউনিসিপ্যালিটি এবং ব্লক স্তরের আর্বান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারগুলিতে।
উভয় পদে আবেদনকারীদের বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে। তাঁদের এ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। দু’টি পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৬০,০০০ টাকা।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া (এমসিআই) স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস উত্তীর্ণ হতে হবে। সম্পূর্ণ করতে হবে এক বছরের ইন্টার্নশিপ। এ ছাড়া, রাজ্য মেডিক্যাল কাউন্সিল প্রদত্ত রেজিস্ট্রেশন সার্টিফিকেটও থাকতে হবে।
আগামী ১৯ ডিসেম্বর বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ইন্টারভিউ শুরু হবে সকাল সাড়ে ১০টা থেকে। ওই দিন প্রার্থীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি নিয়ে যথাস্থানে উপস্থিত হতে হবে। এই বিষয়ে বাকি তথ্য জানতে সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।