PSC Recruitment 2023

কর্মী নিয়োগ করতে চলেছে পাবলিক সার্ভিস কমিশন, কোন পদে? বেতনই বা কত?

প্রার্থীর বয়স ৩৯ বছরের মধ্যে হওয়া দরকার। বাংলা ভাষা লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৩ ১৭:৩০
PSC

লোকসেবা আয়োগ, পশ্চিমবঙ্গ। ছবি: সংগৃহীত।

পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি)-এর তরফে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে তাদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ সরকারের নারকোটিক্স ডিভিশনের ফরেন্সিক ল্যাবরেটরিতে কাজ করতে হবে। নিয়োগের পর বেতন হবে ২৮,০০ টাকা থেকে ৭৪,৫০০ টাকা। একটি পদে নিয়োগের জন্যই প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি।

আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কেমিস্ট্রি-সহ সায়েন্স বিভাগে স্নাতক হতে হবে। ল্যাবরেটরিতে অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকা দরকার। ফরেন্সিক ল্যাবরেটরিতে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর বয়স ৩৯ বছরের মধ্যে হওয়া দরকার। বাংলা ভাষা লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

প্রথমে পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি, আবেদনমূল্য জমা দেওয়া দরকার। আবেদনপত্র জমা দেওয়া যাবে ২১ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্তাবলি জানতে পাবলিক সার্ভিস কমিশনের এই ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement
আরও পড়ুন