ছবি: সংগৃহীত।
অবসরপ্রাপ্তদের নিয়োগ করবে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ওএনজিসি)। মোট শূন্যপদ চারটি।
কোন পদে নিয়োগ করা হবে?
নিয়োগ হবে জুনিয়র কনসালট্যান্ট এবং অ্যাসোসিয়েট কনসালট্যান্ট পদে। অন্তত ১০ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে। আবেদনকারীদের বয়স ৬৩ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
নিয়োগ সংক্রান্ত শর্তাবলি:
মোট এক বছরের চুক্তিতে কাজ চলবে। এর জন্য ৪০ হাজার টাকা থেকে ৬৬ হাজার টাকা প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। নিযুক্তদের কর্মস্থল হবে ওএনজিসি অসম অ্যাসেট।
প্রার্থীদের অনলাইনে ইমেল মারফত আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে ছবি, জন্মের প্রমাণপত্র, পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র আপলোড করতে হবে। আবেদনের শেষ দিন ৩ জানুয়ারি। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।