ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, কলকাতা। ছবি: সংগৃহীত।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর) কলকাতায় কর্মখালি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ‘বিজ্ঞান প্রতিভা’ শীর্ষক গবেষণা প্রকল্পে কাজের সুযোগ রয়েছে। ওই শূন্যপদে দু’জনকে নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিশদ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি (ডিএই)-র অর্থপুষ্ট প্রকল্পে প্রজেক্ট সায়েন্টিফিক অফিসার এবং প্রজেক্ট সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী প্রয়োজন। ওই কাজে বিজ্ঞান, বিশেষত গণিতে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন, এমন ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে। গবেষণাগারে আগে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। ইংরেজিতে সাবলীল হলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
উল্লিখিত প্রকল্পে নিযুক্ত ব্যক্তিদের ১২ মাসের চুক্তিতে বহাল রাখা হবে। পরে ওই মেয়াদ বৃদ্ধি হতে পারে। প্রতি মাসে ৫৮,৪০০ টাকা থেকে ৭৭ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।
আগ্রহীদের তার আগে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্রের মতো নথি-সহ আবেদন জমা দিতে হবে। ২২ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।