বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজ়িয়ামের গ্যালারিতে স্কুলপড়ুয়ারা। ছবি: সংগৃহীত।
টেসলার মতো স্বয়ংক্রিয় গাড়ির প্রযুক্তি শেখার সুযোগ কলকাতায়। স্কুলপড়ুয়াদের এ বিষয়ে আগ্রহী করতে উদ্যোগ নেওয়া হয়েছে। বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজ়িয়াম (বিআইটিএম) ‘সেলফ-ড্রাইভিং ইনোভেশনস: দ্য ফিউচার অফ রোবটিক্স’ শীর্ষক বিশেষ কর্মশালার আয়োজন করতে চলেছে। ২০২৫-এর ৪ এবং ৫ জানুয়ারি ওই কর্মশালায় শেখানো হবে, কী ভাবে টেসলার মতো গাড়ি তৈরি করা হয়। কী ভাবে সেই প্রোডাক্ট ডিজ়াইন করতে হবে, তার বাস্তবায়ন এবং রোবোটিক্সের খুঁটিনাটি— সবটাই শেখানো হবে হাতেকলমে। তবে শুধু শেখানোই নয়, কর্মশালার শেষে তৈরি করতে হবে টেসলার মতোই স্মার্ট রোবটও।
বিআইটিএম-এর ইনোভেশন হাবের তরফে আয়োজিত এই কর্মশালায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে পাঠরত পড়ুয়ারা অংশগ্রহণের সুযোগ পাবে। সপ্তাহান্তে এই কর্মশালাটি দু’টি আলাদা ব্যাচে করানো হবে, তাই অংশগ্রহণকারীরা নিজেদের পছন্দের সময় বেছে নেওয়ার সুযোগ পাবে।
কর্মশালাটি শেষ হওয়ার পর বিআইটিএম ইনোভেশন হাবের তরফে সকলের হাতে শংসাপত্র তুলে দেওয়া হবে। এ ক্ষেত্রে আবেদনের কোনও শেষ দিন উল্লেখ করা হয়নি। তবে আগে এলে আগে পাবেন, এই ভিত্তিতে ক্লাসের জন্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। এখনও পর্যন্ত নাম নথিভুক্ত করা হয়েছে ২৫ জন পড়ুয়ার।
এর আগে বিআইটিএম-এর তরফে কৃত্রিম মেধাকে ব্যবহার করে চ্যাটবট ডিজ়াইন করার একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল। মোট ৪২ জন স্কুলপড়ুয়া নিয়ে সেই কর্মশালাটির ক্লাস করানো হয়েছিল। এই কর্মশালার অভূতপূর্ব সাফল্য দেখেই রোবটিক্সের ক্লাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই বিষয়ে বিআইটিএম-এর কিউরেটর রাকেশ মজুমদার জানিয়েছেন, রোবটিক্সের খুঁটিনাটি তো বটেই, সেন্সর প্রোগ্রামিং, জিপিএস, মোটর কন্ট্রোল, রোবটিক সিস্টেম নিয়ে কাজের ব্যবহারিক অভিজ্ঞতা অর্জনের জন্য এই বিশেষ কর্মশালাটি আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, “স্কুল স্তর থেকেই যারা এই বিষয় নিয়ে চর্চা করতে চায়, তারা এই কর্মশালাটিতে অংশগ্রহণ করে সমৃদ্ধ হবে এবং পরবর্তী কালে এর ব্যবহারিক প্রয়োগ করার ক্ষেত্রে এগিয়ে থাকবে।”
কী ভাবে আবেদন করবে পড়ুয়ারা?
বিআইটিএম-এর ওয়েবসাইটে রোবটিক্সের কর্মশালা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে দেওয়া অ্যাপ্লিকেশন লিঙ্কে ক্লিক করে আবেদনকারীদের সমস্ত তথ্য জমা দিতে হবে। এর জন্য শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি হিসাবে ১,০০০ টাকা জমা দিতে হবে।