প্রতীকী চিত্র।
উত্তর ২৪ পরগনা জেলায় স্কুলে শিক্ষকতার সুযোগ রয়েছে। সম্প্রতি সেই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, জেলার একটি স্কুলে শিক্ষক নিয়োগ করা হবে। আগ্রহীদের এর জন্য অফলাইনে আবেদন জানাতে হবে। যে প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
জেলার পূর্ব বারাসত আদর্শ বিদ্যাপীঠে (এইচএস কো-এড) এই নিয়োগ হবে পার্ট-টাইম অ্যাসিস্ট্যান্ট টিচার বা আংশিক সময়ের সহকারী শিক্ষক পদে। শূন্যপদ রয়েছে পাঁচটি। স্কুলে অঙ্ক, বিজ্ঞান, ইংরেজি, ভূগোল এবং বাংলা পড়ানোর জন্য ওই শিক্ষকদের নিয়োগ করা হবে।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়সসীমা বা নিযুক্তদের পারিশ্রমিকের বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি।
স্কুলে বাংলার শিক্ষক পদে আবেদন জানাতে প্রার্থীদের বাংলায় বিএ অনার্স বা এমএ থাকতে হবে। জরুরি ডিএলএড বা বিএড ডিগ্রি। পাশাপাশি, বিভিন্ন সঙ্গীত, শিল্পকলার মতো সৃজনশীল বিষয়েও দক্ষতা থাকা প্রয়োজন। একই ভাবে, অন্য বিষয়গুলির শিক্ষক পদে আবেদন জানানোর জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় গিয়ে জমা দিতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১৮ ডিসেম্বর। পদগুলিতে এর পরে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বিশদ জানার জন্য মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।