Mushroom Soup

মাশরুম স্যুপে কিছুতেই রেস্তরাঁর মতো স্বাদ আসছে না? ৫ কৌশল মেনে দেখুন

রেস্তরাঁয় মাশরুমের স্যুপ খেয়ে ভাল লেগেছে। বাড়িতে বানালেন কিন্তু দোকানের মতো মোলায়েম বা স্বাদ কোনওটাই হল না? জেনে নিন কী ভাবে রাঁধলে স্যুপের স্বাদ-গন্ধ দুই বৃদ্ধি পাবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ১৫:৪৫
মাশরুম স্যুপ কী ভাবে রেস্তরাঁর মতো হবে?

মাশরুম স্যুপ কী ভাবে রেস্তরাঁর মতো হবে? ছবি: সংগৃহীত।

শীতের দিনে ঘন, মসৃণ ক্রিমের মতো মাশরুম স্যুপ খেতে অনেকেরই ভাল লাগে। কিন্তু বাড়িতে স্যুপ বানালেও রেস্তরাঁর মতো স্বাদ হচ্ছে না? তা কখনও বেশি পাতলা হয়ে যাচ্ছে, কখনও আবার ঘন? কী ভাবে রান্না করলে রেস্তরাঁর মতো ঘন, মোলায়েম ভাব আসবে স্যুপে, আর খেতেও ভাল লাগবে?

Advertisement

মাখন: স্যুপ করার জন্য মাশরুম ভেজে নেওয়া জরুরি। ভাজার সময় মাখন দিচ্ছেন তো? মাখন খাবারের স্বাদ এবং গন্ধ দুই-ই বাড়িয়ে দেয়। মাশরুম স্যঁতে করা বা ভাজার সময় ১ টেবিল চামচ মাখন দিন।

সময় নিয়ে ভাজুন: মাশরুম ঠিক ভাবে না ভাজলে স্যুপের স্বাদ ঠিকঠাক হবে না। মাশরুমের ভিতরে জল থাকে। ভাজার সময় সেই জল বেরিয়ে আসে। প্রথম ২-৩ মিনিট তাই বেশি আঁচে ভাজতে হবে, যাতে জল বেরোলেও দ্রুত শুকিয়ে যায়। মাশরুমে হালকা বাদামি রং না ধরা পর্যন্ত আঁচ কমিয়ে ভাজুন।

ময়দা: স্যুপ ঘন এবং মোলেয়ম করতে হলে মাশরুম কড়াইয়ে নাড়াচাড়ার সময় কিছুটা ময়দা যোগ করতে পারেন। এতে মাশরুমে থাকা জল টেনে নেবে ময়দা। আবার স্যুপ রান্নার সময় তা ট্যালটেলে হয়ে যাবে না।

রান্নার পর বেটে নিন: পেঁয়াজ, মাশরুম ভেজে নেওয়ার পর তা বেটে নেওয়া জরুরি। স্যুপে আলাদা ভাবে কিছু ভাজা মাশরুম যোগ করে দিতে পারেন। তবে ভাল স্বাদের জন্য এবং স্যুপ ঘন করতে ভেজে নেওয়া মাশরুম, পেঁয়াজ মিক্সিতে ঘুরিয়ে নিন।

ক্রিম: মাশরুম স্যুপে শুধু জল নয়, ব্যবহার করুন মাপমতো ঘন দুধও। আর একেবারে শেষ ধাপে ফেটিয়ে নেওয়া ক্রিম ছড়িয়ে দিতে ভুলবেন না।

Advertisement
আরও পড়ুন