NHAI Recruitment 2024

ন্যাশনাল হাইওয়ে অথরিটি লিমিটেডে কর্মখালি, চুক্তির ভিত্তিতে হবে কাজ

নিযুক্তদের বার্ষিক বেতন ২৯ লক্ষ টাকা ধার্য করা হয়েছে। তাঁদের বয়স ৫৫ বছরের মধ্যে হতে হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ ১৫:২৪
National Highways Authority of India.

ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।

ন্যাশনাল হাইওয়েজ় অথরিটি লিমিটেডে কর্মী নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের অধীনস্থ ন্যাশনাল হাইওয়েজ় আইএনভিআইটি প্রজেক্ট ম্যানেজারস প্রাইভেট লিমিটেডে টেকনিক্যাল এবং টোল অপারেশনস বিভাগের ‘হেড’ হিসাবে এই নিয়োগ। দু’টি শূন্যপদে অনূর্ধ্ব ৫৫ বছর বয়সি ব্যক্তিদের নিয়োগ করা হবে।

Advertisement

টেকনিক্যাল এবং টোল অপারেশনস বিভাগে কাজের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক এবং অন্তত ২০ বছর সরকারি দফতরে কাজের অভিজ্ঞতা রয়েছে— এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরাও আবেদনের সুযোগ পাবেন। তবে, তাঁদের বয়স ৬৩ বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়।

প্রাথমিক পর্যায়ে মোট দু’বছরের চুক্তিতে কাজ করতে হবে। কাজের চাহিদার নিরিখে পরে ওই মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। নিযুক্তদের কর্মস্থল হবে দিল্লিতে। বার্ষিক বেতন ২৯ লক্ষ টাকা। কাজের জন্য আলাদা গাড়িও দেওয়া হবে।

আগ্রহীদের আবেদন ইমেল মারফত গ্রহণ করা হবে। তাই প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকা ভাল করে দেখে নেওয়া প্রয়োজন। ওই নির্দেশিকা মোতাবেক আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি এবং অন্যান্য নথিও জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৫ নভেম্বর, ২০২৪।

Advertisement
আরও পড়ুন