DRDO Recruitment 2024

কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে ১৮টি শূন্যপদে কর্মী নিয়োগ, বিজ্ঞপ্তি প্রকাশ করল ডিআরডিও

নিযুক্তদের ৩৭ হাজার থেকে ৬৭ হাজার টাকা প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ ১২:০২
DRDO Head quarter.

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। ছবি: সংগৃহীত।

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশনে কর্মখালি। এই রাষ্ট্রায়ত্ত সংস্থার অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ করা হবে। ওই প্রতিষ্ঠানের রিসার্চ অ্যাসোসিয়েট এবং জুনিয়র রিসার্চ ফেলো বিভাগে মোট ১৮টি শূন্যপদ রয়েছে।

Advertisement

রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, মলিকিউলার বায়োলজি, বায়োকেমিস্ট্রি, কেমিক্যাল সায়েন্স, রসায়ন, মেটিরিয়াল সায়েন্স, ফার্মাসিউটিক্স, ফার্মাকোলজি, কম্পিউটার সায়েন্স, কম্পিউটেশনাল নিউরোসায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং— উল্লিখিত বিষয়ে পিএইচডি করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে।

রসায়ন, পদার্থবিদ্যা, রেডিয়োলজিক্যাল ফিজ়িক্স, ন্যানোটেকনোলজি, কেমিক্যাল সায়েন্সেস, বায়োমেডিক্যাল সায়েন্সেস, মেটিরিয়াল সায়েন্সেস, ফার্মাসিউটিক্স, ফার্মাকোলজি, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং কিংবা সমতুল্য বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে আবেদনের সুযোগ পাবেন।

রিসার্চ অ্যাসোসিয়েট পদে অনূর্ধ্ব ৩৫ বছর বয়সি এবং জুনিয়র রিসার্চ ফেলো পদে অনূর্ধ্ব ২৮ বছর বয়সি ব্যক্তিদের নিয়োগ করা হবে। উল্লিখিত কাজে নিযুক্তদের প্রতি মাসের পারিশ্রমিক ৩৭ হাজার টাকা থেকে ৬৭ হাজার টাকা ধার্য করা হয়েছে।

আগ্রহীদের একটি ফর্ম পূরণ করে তার সঙ্গে জীবনপঞ্জি এবং অন্যান্য নথি জমা দিয়ে আবেদন জানাতে হবে। আবেদন ইমেল মারফত পাঠাতে পারবেন। আবেদনের শেষ দিন ২৭ নভেম্বর। বাছাই করা প্রার্থীদের ২, ৪, ৬, ৯, ১১ এবং ১৩ ডিসেম্বর ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে।

Advertisement
আরও পড়ুন