Diploma Admission 2024

পাঠদান সংক্রান্ত বিষয়ে খুঁটিনাটি শিখতে চান? বর্ধমান বিশ্ববিদ্যালয় দিচ্ছে সুযোগ

‘গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং’ শীর্ষক বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমার ফি ১০,০০০ টাকা। ক্লাস শুরু জানুয়ারি, ২০২৫-এ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ ১৩:৩৫
Burdwan University.

বর্ধমান বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

শিক্ষক-শিক্ষিকা হতে আগ্রহীদের পাঠদান সম্পর্কে খুঁটিনাটি জেনে নিতে হয়। এর জন্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের তরফে বিভিন্ন ধরনের কোর্স করানো হয়ে থাকে। এমনই একটি কোর্স করার সুযোগ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফেও দেওয়া হচ্ছে। ওই কোর্সের জন্য় মোট ৩১টি আসনে আগ্রহীদের ভর্তি নেওয়া হবে।

Advertisement

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের লাইফলং লার্নিং বিভাগের তরফে ‘গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং’ শীর্ষক বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করানো হবে। এই কোর্সটি করতে আগ্রহীদের যে কোনও বিষয়ে স্নাতক হওয়া প্রয়োজন। স্নাতক স্তরে প্রাপ্ত নম্বরের নিরিখেই আবেদনকারীদের মেধা যাচাই করা হবে।

পিজি ডিপ্লোমার জন্য কোর্স ফি হিসাবে ১০,০০০ টাকা জমা দিতে হবে। মোট দু'টি সিমেস্টারে ক্লাস চলবে। জানুয়ারি, ২০২৫ থেকে ক্লাস শুরু হতে চলেছে। ক্লাস করতে আগ্রহীদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট মারফত আবেদন জানাতে হবে।

আবেদন ১৭ নভেম্বর পর্যন্ত গ্রহণ করা হবে। ২১ নভেম্বর মেধাতালিকা প্রকাশের পর ২৫ নভেম্বর পর্যন্ত প্রথম দফায় ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এর পর দ্বিতীয় দফায় ভর্তি প্রক্রিয়া ২৭ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে সম্পূর্ণ হতে চলেছে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন