DOT Recruitment 2023

কেন্দ্রীয় জ্ঞাপন মন্ত্রকে পরামর্শদাতা পদে কর্মখালি, জেনে নিন আবেদনের শর্তাবলি

পুণে এবং নাগপুরের দফতরে প্রার্থীদের নিয়োগ করা হবে। অনূর্ধ্ব ৬২ বছর বয়সি প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৩ ১১:০২
Telecommunication Tower

প্রতীকী ছবি।

কেন্দ্রীয় সংস্থায় পরামর্শদাতা পদে নিয়োগ করা হবে। মহারাষ্ট্র লাইসেন্স সার্ভিস এরিয়ার দফতরে কাজ করতে হবে। চুক্তির ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে। অনূর্ধ্ব ৬২ বছর বয়সি প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে।

Advertisement

কারা আবেদন করতে পারবেন?

কনসালট্যান্ট জিটিও এবং কনসালট্যান্ট এডি পদে মোট পাঁচ জন প্রার্থী নিয়োগ করা হবে।

কনসালট্যান্ট জিটিও পদে সিডিআর স্কেলে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করা হবে। ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন, ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল), মহানগর টেলিকম নিগম লিমিটেড (এমটিএনএল)-এর প্রাক্তন কর্মীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

কনসালট্যান্ট এডি পদে সিডিএ স্কেলে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সংস্থার কর্মীদের আবেদন গ্রহণ করা হবে। উল্লিখিত পদের মতো এই ক্ষেত্রেও ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন, ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল), মহানগর টেলিকম নিগম লিমিটেড (এমটিএনএল)-এর প্রাক্তন কর্মীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

দক্ষতা এবং অভিজ্ঞতা:

  • প্রার্থীদের মাইক্রোসফট অফিস ব্যবহারের বিষয়ে দক্ষ হতে হবে।
  • সিএফ অডিট, ইএমআর অডিট, সার্ভিস টেস্টিং, রোল আউট অবলিগেশন সংক্রান্ত বিষয়ে কাজের দক্ষতা থাকলে ভাল।
  • টেলিকম নেটওয়ার্কের প্রযুক্তিগত বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
  • গ্রামাঞ্চলে নেটওয়ার্ক কভারেজ টেস্টিং, আদিবাসি জনবসতি এলাকায় নেটওয়ার্ক স্থাপনের মতো বিষয়ে কাজের দক্ষতা থাকলে ভাল।

বেতন:

নিযুক্ত ব্যক্তিরা মাসে ২৫ হাজার টাকা বেতন হিসাবে পাবেন।

প্রার্থীদের ডাকযোগে সংশ্লিষ্ট পদের জন্য আবেদন পেশ করতে হবে। ২১ অগস্ট পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। পদ এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন