ডি এন দে হোমিয়োপ্যাথিক মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল। সংগৃহীত ছবি।
কলকাতার ডি এন দে হোমিয়োপ্যাথিক মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে কর্মখালি। মঙ্গলবার এই মর্মে কলেজ এবং রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি মোতাবেক, কলেজে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। এর জন্য আবেদন করতে পারবেন অবসরপ্রাপ্তরা। প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। তাই আগ্রহীদের আগে থেকে আবেদন জানাতে হবে না।
কলেজে নিয়োগ হবে ফার্মাসিস্ট পদে। শূন্যপদ একটি। সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৬৪ বছরের মধ্যে হতে হবে। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ১০,০০০ টাকা।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের রাজ্য সরকার/ কেন্দ্রীয় সরকার/ রাষ্ট্রায়ত্ত সংস্থার অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠির কথা মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আগামী ১১ ডিসেম্বর বিজ্ঞপ্তিতে উল্লিখিত স্থানে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ইন্টারভিউ শুরু বেলা ১১টা থেকে। ওই দিন প্রার্থীদের সচিত্র প্রমাণপত্র-সহ অন্যান্য নথি নিয়ে যথাস্থানে উপস্থিত হতে হবে। এই বিষয়ে আরও জানতে সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলি দেখে নিতে পারেন।