Kalyani University Recruitment 2024

অতিথি শিক্ষক নিয়োগ করবে কল্যাণী বিশ্ববিদ্যালয়, কোন বিভাগের জন্য?

আবেদনের জন্য আলাদা করে বিজ্ঞপ্তিতে কোনও যোগ্যতা ধার্য করা হয়নি। ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (ইউজিসি) নির্ধারিত যোগ্যতার মাপকাঠি মেনে এই পদে আবেদন করা যাবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৪ ১৫:৫৬
কল্যাণী বিশ্ববিদ্যালয়।

কল্যাণী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে চান? ঝুলিতে রয়েছে শিক্ষকতা করার জন্য প্রয়োজনীয় ডিগ্রিও। শিক্ষকতার সুযোগ দিচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয়। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

Advertisement

গেস্ট ফ্যাকাল্টি (অতিথি শিক্ষক) পদে নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের তরফে ইংরেজি বিভাগে রয়েছে কর্মখালি। শূন্যপদ রয়েছে দু’টি। আবেদনের জন্য আলাদা করে বিজ্ঞপ্তিতে কোনও যোগ্যতা ধার্য করা হয়নি। ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (ইউজিসি) নির্ধারিত যোগ্যতার মাপকাঠি মেনে এই পদে আবেদন করা যাবে। ইউজিসি নির্ধারিত যোগ্যতা জানতে প্রার্থীকে ইউজিসি-র ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিভাগে গেলে বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক নিয়োগের কী কী যোগ্যতা থাকতে হবে তা জানা যাবে।

পাশাপাশি, সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য যদি স্নাতকোত্তর বিভাগে শিক্ষকতার অভিজ্ঞতা থাকে তা হলে অগ্রাধিকার দেওয়া হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

‘ওয়াক ইন ইন্টারভিউ’-এর মাধ্যমে নিয়োগ করা হবে। ৮ ফেব্রুয়ারি ’২৪ ইন্টারভিউ হবে। ওই দিন সকাল সাড়ে ১১টা থেকে শুরু হবে ইন্টারভিউ। তাই সময়ের আগেই বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় প্রার্থীদের পৌঁছে যেতে হবে। আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে রাখা দরকার। কী কী নথি প্রয়োজন তা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে সরাসরি যোগাযোগ করেও জানা যেতে পারে। অথবা ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকে বিস্তারিত তথ্য ও শর্তাবলি জানা যাবে।

Advertisement
আরও পড়ুন