Jasprit Bumrah

ভারত হারলেও জিতলেন বুমরাহ! কামিন্সকে হারিয়ে নতুন শিরোপা ভারতীয় পেসারের

অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ় হেরেছে ভারত। কিন্তু জিতে গেলেন জসপ্রীত বুমরাহ। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে হারিয়ে ডিসেম্বর মাসের সেরা ক্রিকেটার হয়েছেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১৮:১১
cricket

জসপ্রীত বুমরাহ। ছবি: পিটিআই।

দল হারলেও ব্যক্তিগত লড়াই জিতেছেন তিনি। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ় হেরেছে ভারত। কিন্তু জিতে গিয়েছেন জসপ্রীত বুমরাহ। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে হারিয়ে ডিসেম্বর মাসের সেরা ক্রিকেটার হয়েছেন তিনি। আইসিসি এই সম্মান দিয়েছে বুমরাহকে। পাশাপাশি ডিসেম্বর মাসে মহিলাদের সেরা ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ড।

Advertisement

‌অস্ট্রেলিয়ায় ভারত ভাল খেলতে না পারলেও প্রশংসা কুড়িয়েছেন বুমরাহ। পাঁচটি টেস্টে ১৩.০৬ গড়ে ৩২টি উইকেট নিয়েছেন তিনি। বর্ডার-গাওস্কর সিরিজ়ে কোনও বোলারের নেওয়া এটি সর্বাধিক উইকেট। তিনটি ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন বুমরাহ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্‌থে ভারত যে একটি টেস্ট জিতেছে, তাতে নেতৃত্বও দিয়েছিলেন বুমরাহ। ভারত সিরিজ় হারলেও সিরিজ়ের সেরা ক্রিকেটার হয়েছেন বুমরাহ। এ বার আরও একটি শিরোপা পেলেন তিনি।

ডিসেম্বর মাসে আইসিসির সেরা ক্রিকেটারের তালিকায় ছিলেন বুমরাহ, কামিন্স ও ডেন প্যাটারসন। বিশ্ব জুড়ে ক্রিকেটপ্রেমী, আইসিসির বিশেষজ্ঞ কমিটি, প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ভোটে সেরা ক্রিকেটার নির্বাচিত হন। সেখানেই বাকিদের হারিয়েছেন বুমরাহ।

মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়ে বুমরাহ বলেন, “ডিসেম্বর মাসে আইসিসির সেরা ক্রিকেটার হতে পেরে খুব আনন্দ হচ্ছে। পরিশ্রমের দাম পেলে সকলের ভাল লাগে। বর্ডার-গাওস্কর ট্রফি সবচেয়ে কঠিন দ্বিপাক্ষিক প্রতিযোগিতা। প্রতিটি মুহূর্তে লড়াই চলে। এমন একটা ট্রফিতে দেশের হয়ে ভাল খেলতে পেরে আমি গর্বিত।”

অস্ট্রেলিয়া সিরিজ়ে সিডনিতে শেষ টেস্টে পিঠের পেশিতে চোট পেয়েছিলেন বুমরাহ। ফলে সেই টেস্টে দ্বিতীয় ইনিংসে বল করেননি তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় থেকেও বিশ্রাম দেওয়া হয়েছে তাঁকে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বুমরাহ সুস্থ হয়ে উঠতে পারেন কি না সে দিকেই নজর ভারতীয় সমর্থকদের।

Advertisement
আরও পড়ুন