ICMR Jobs 2024

কর্মী নিয়োগ করবে আইসিএমআর, কী ভাবে আবেদন করতে পারবেন?

নিযুক্ত ব্যক্তিরা প্রতি মাসে ২৮ হাজার টাকা থেকে শুরু করে ৬৭ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ ১৫:২৪
National Institute of Child Health and Development Research.

ন্যাশনাল ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট রিসার্চ। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এ কর্মখালি। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তি অনুযায়ী, আইসিএমআর অধীনস্থ সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট রিসার্চে কর্মী প্রয়োজন। মোট দু’জনকে নিয়োগ করা হবে।

Advertisement

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট এবং প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট হিসাবে কর্মী প্রয়োজন। কলা, বিজ্ঞান এবং বাণিজ্য শাখার যে কোনও বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিদের প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট নিয়োগ করা হবে। এই পদে অনূর্ধ্ব ৪০ বছর বয়সিরা আবেদন করতে পারবেন। মাসিক সাম্মানিক ৬৭ হাজার টাকা।

প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট পদে কাজের জন্য বিজ্ঞান শাখায় স্নাতক হয়েছেন এবং তিন বছর রিসার্চের কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। কাজের নিরিখে ৩৫,৫৬০ টাকা মাসিক সাম্মানিক দেওয়া হবে।

নিযুক্ত ব্যক্তি মোট এক বছরের চুক্তিতে প্রাথমিক ভাবে কাজে বহাল থাকবেন। তবে, ওই মেয়াদ চার বছর পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ইন্টারভিউয়ের মাধ্যমে পদপ্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। অনলাইনে আবেদনের শেষ দিন ২১ ডিসেম্বর। আবেদন সংক্রান্ত তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিন।

Advertisement
আরও পড়ুন