ICAR Jobs

স্নাতকদের নিয়োগ করবে কলকাতার আইসিএআর অধীনস্থ সংস্থা, কী ভাবে আবেদন করবেন?

প্রতিষ্ঠানের একটি গবেষণা প্রকল্পের জন্য ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী প্রয়োজন। ওই কাজের জন্য ২০ হাজার টাকা প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ ১৪:২৩
ICAR NBSSLUP.

ন্যাশনাল ব্যুরো অফ সয়েল সার্ভে অ্যান্ড ল্যান্ড ইউজ় প্ল্যানিং, কলকাতা। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চে কর্মী নিয়োগ করা হবে। সংস্থার ন্যাশনাল ব্যুরো অফ সয়েল সার্ভে অ্যান্ড ল্যান্ড ইউজ় প্ল্যানিং-এর কলকাতা শাখায় একটি গবেষণা প্রকল্পের জন্য ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে দু’জন কর্মী প্রয়োজন। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তিতে এই বিষয়ে সবিস্তার তথ্য দেওয়া হয়েছে।

Advertisement

নিযুক্ত ব্যক্তিদের ‘ল্যান্ড রিসোর্স ইনভেন্টরি অফ থ্রি সিলেক্টেড ওয়াটারশেডস অফ ঝাড়খণ্ড, ইন্ডিয়া ফর ল্যান্ড ইউজ় প্ল্যানিং ইউজ়িং জিওস্পেশিয়াল টেকনিকস্’ শীর্ষক প্রকল্পে কাজ করতে হবে।

আবেদনকারীদের বিজ্ঞান শাখার যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। দ্বাদশ উত্তীর্ণেরাও আবেদনের সুযোগ পাবেন। তবে, এ ক্ষেত্রে তাঁদের ফিল্ড ওয়ার্কের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। হিন্দি এবং ইংরেজিতে সাবলীল হতে হবে। তাঁদের বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়।

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে। নিযুক্তদের জন্য মাসে ২০ হাজার টাকা পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে। তাঁরা উল্লিখিত পদে মোট ১৮ মাস কাজ করার সুযোগ পাবেন। তবে ওই মেয়াদ পরে বৃদ্ধি পেতেও পারে।

প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ইমেল আইডিতে নির্দিষ্ট ফরম্যাটে সমস্ত নথি পাঠাতে হবে। ১৬ ডিসেম্বর আবেদনের শেষ দিন। সংশ্লিষ্ট পদে নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্যের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন