NHSRC Recruitment 2024

ন্যাশনাল হেলথ সিস্টেমস রিসোর্স সেন্টারে কর্মখালি, জেনে নিন আবেদনের শর্তাবলি

এই পদের জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। মাসে ১ লক্ষে ৫০ হাজার টাকা আয় করার সুযোগ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৬:৪৮
National Health Systems Resource Centre.

ন্যাশনাল হেলথ সিস্টেমস রিসোর্স সেন্টার, নয়াদিল্লি। ছবি: সংগৃহীত।

হেলথ ইকোনমিক্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন? এমন প্রার্থীকে নিয়োগ করবে কেন্দ্রীয় সংস্থা। ন্যাশনাল হেলথ সিস্টেমস রিসোর্স সেন্টারের নয়াদিল্লির দফতরের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য জানানো হয়েছে। শূন্যপদ সম্পর্কে যদিও কোনও তথ্য উল্লেখ করা হয়নি।

Advertisement

কোন পদে কর্মী প্রয়োজন?

সিনিয়র কনসালট্যান্ট পদে হেলথ কেয়ার টেকনোলজি বিভাগে কর্মী নিয়োগ করা হবে। অনূর্ধ্ব ৫০ বছর বয়সি প্রার্থীদের আবেদন গৃহীত হবে।

আবেদনের শর্তাবলি:

* ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে।

* হেল্‌থ টেকনোলজি অ্যাসেসমেন্ট নিয়ে কাজের দক্ষতা থাকা প্রয়োজন।

* ইংরেজিতে সাবলীল হতে হবে।

* হেল্থ সিস্টেম ডেভেলপমেন্ট নিয়ে জ্ঞান থাকা প্রয়োজন।

* বিভিন্ন রাজ্য এবং জেলায় ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করে কাজ করতে হবে।

কারা আবেদন করতে পারবেন?

হেলথ ইকোনমিক্স বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন হওয়া প্রয়োজন। তবে, ইকনমিক ইভালুয়েশন ফর হেল্‌থ টেকনোলজি অ্যাসেসমেন্ট বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেছেন, এমন ব্যক্তিরাও আবেদনের সুযোগ পাবেন।

বেতন:

নিযুক্ত ব্যক্তি মাসে এক লক্ষ ৫০ হাজার টাকা বেতন পাবেন।

এই পদে অনলাইনে প্রার্থীদের আবেদন করতে হবে। ন্যাশনাল হেল্থ সিস্টেমস রিসোর্স সেন্টারের ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফরম্যাটে আবেদনপত্র পাঠানো প্রয়োজন। উল্লিখিত পদে ১১ ডিসেম্বর আবেদন গ্রহণের শেষ দিন। প্রার্থীরা অন্যান্য তথ্যের জন্য ওয়েবসাইট দেখে নিতে পারেন।

আরও পড়ুন
Advertisement