HAL Recruitment 2024

চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করবে হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেড, আবেদনের শর্তাবলি কী?

স্পেশালিস্ট পদে অনূর্ধ্ব ৫০ বছর বয়সিদের নিয়োগ করা হবে। চুক্তির মেয়াদ দু’বছর।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ১৫:২৩
Hindustan Aeronautics Limited.

হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেড। ছবি: সংগৃহীত।

রাষ্ট্রায়ত্ত সংস্থায় কাজ শেখার সুযোগ। হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেডের তরফে স্পেশালিস্ট নিয়োগ করা হবে। সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিযুক্তদের মেনটেন্যান্স রিপেয়ার অ্যান্ড ওভারহল প্রজেক্টের জন্য কাজ করতে হবে।

Advertisement

এয়ারক্রাফট মেনটেনেন্স ইঞ্জিনিয়ারিং লাইসেন্স রয়েছে এবং সিভিল এভিয়েশন বিভাগে অন্তত ন'বছর কাজ করেছেন, এমন ব্যক্তিদের স্পেশালিস্ট পদে নিয়োগ করা হবে। তাঁদের বয়স ৫০ বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়। নিযুক্তদের কাজের মেয়াদ মোট দু’বছর। তবে কাজের চাহিদার নিরিখে ওই মেয়াদ বৃদ্ধি পেতে পারে।

নিযুক্তদের সংস্থার নাসিকের দফতরে নিয়োগ করা হবে। প্রতি মাসের পারিশ্রমিক ১,০৭,৮৮০ টাকা। পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। তাই আগ্রহীদের আলাদা করে আবেদনপত্র পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদনপত্রের সঙ্গে বয়স এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রও থাকা আবশ্যক। আবেদনের জন্য ৫০০ টাকা ফি হিসাবে জমা দিতে হবে। এই বিষয়ে সঠিক তথ্য জানতে সংস্থার ওয়েবসাইটে নজর রাখতে পারেন।

আরও পড়ুন
Advertisement