WB SET 2024

বাংলা ভাষায় সেট-এর উত্তর লিখতে চান? কী কী বিষয় মাথায় রাখবেন? রইল বিশেষজ্ঞের পরামর্শ

এই পরীক্ষা দেওয়ার জন্য আবেদনের সময়ে পছন্দের ভাষা বেছে নেওয়া সুযোগ পেয়েছেন পরীক্ষার্থীরা। সেই হিসাবে যাঁরা বাংলা ভাষা বেছে নিয়েছেন, তাঁদের পরীক্ষার সময়ে বেশ কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজন।

Advertisement
স্বর্ণালী তালুকদার
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৬:১১
SET 2024.

ছবি: সংগৃহীত।

রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে নিয়োগের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা সেট। বছরে এক বার এই পরীক্ষা নেওয়া হয়। চলতি বছরে এই পরীক্ষা হবে আগামী ১৫ ডিসেম্বর। এই পরীক্ষাটি ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন পরিচালনা করে। ইতিমধ্যেই অ্যাডমিট কার্ড ডাউনলোডের বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে।

Advertisement

এই পরীক্ষা দেওয়ার জন্য আবেদনের সময়ে পছন্দের ভাষা বেছে নেওয়া সুযোগ পেয়েছেন পরীক্ষার্থীরা। সেই হিসাবে যাঁরা বাংলা ভাষা বেছে নিয়েছেন, তাঁদের পরীক্ষার সময়ে বেশ কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজন। সে সব নিয়েই পরামর্শ দিয়েছেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের উপ-সচিব পার্থ কর্মকার।

১. বাংলায় প্রশ্ন হওয়ায় দ্রুত উত্তর লেখার প্রবণতা এড়িয়ে যেতে হবে। প্রশ্ন ভাল করে পড়ে তবেই ওএমআর শিটে উত্তর মার্ক করতে হবে।

২. প্রশ্নের কোনও শব্দ বুঝতে সমস্যা হলে ইংরেজি ভাষার প্রশ্ন দেখে নিতে হবে।

৩. প্রশ্নের নীচে দেওয়া সম্ভাব্য উত্তর একই ধরনের হতে পারে। সে ক্ষেত্রে প্রশ্ন বুঝে উত্তর লেখাই বাঞ্ছনীয়। মাতৃভাষায় পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে এই ধরনের সমস্যায় জানা উত্তরও না লিখে আসার মতো ঘটনা ঘটে।

৪. সমস্ত প্রশ্নের উত্তর লিখতে হবে। যে হেতু কোনও নেগেটিভ মার্কিং থাকে না, তাই কোনও প্রশ্নই বাদ দেওয়া যাবে না।

৫. ওএমআর শিট পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা প্রয়োজন। কোনও উত্তরে একাধিক বার দাগ দেওয়া বা নির্দিষ্ট রঙের কালি ছাড়া অন্য কোনও রঙের কালি ব্যবহার করলে খাতা বাতিল পর্যন্ত হতে পারে। তাই পরীক্ষা দেওয়ার সময়ে এই বিষয়গুলি মাথায় রাখতে হবে।

৬. অ্যাডমিট কার্ডে দেওয়া রোল নম্বর সঠিক ভাবে উত্তরপত্রের নির্দিষ্ট স্থানে লিখতে হবে। এ ক্ষেত্রে একাধিক বার একই জায়গায় লিখলে চলবে না।

এই সমস্ত বিষয়গুলি মাথায় রাখলে পরীক্ষা ভাল ভাবে দেওয়া সম্ভব। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৬০ হাজার। ৯০টি পরীক্ষাকেন্দ্রে মোট ৩৩টি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। অ্যাডমিট কার্ড সংক্রান্ত কোনও সমস্যা থাকলে সরাসরি কমিশনের দফতরে গিয়ে কথা বলে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন